Advertisment

বাংলার পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে, মমতাকে আলোচনায় বসার আর্জি ধনকড়ের

''রাজ্য়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখে একজন রাজ্য়পাল হিসেবে অত্য়ন্ত উদ্বিগ্ন আমি...রাজ্য়ের পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে''।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata dhanka

ফাইল চিত্র

মমতা সরকারের পুলিশের আচরণে রীতিমতো ক্ষোভপ্রকাশ করে মুখ্য়মন্ত্রী তথা পুলিশমন্ত্রীকে আলোচনায় বসার আহ্বান জানালেন রাজ্য়পাল জগদীপ ধনকড়। রাজ্য়ের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে আবারও পুলিশ-প্রশাসনের ভূমিকার সমালোচনায় সোচ্চার হলেন রাজ্য়পাল। পুলিশ আইন মোতাবেক কাজ করছে না বলে অভিযোগ করেছেন রাজ্য়পাল।

Advertisment

এ প্রসঙ্গে টুইটারে এক ভিডিও বার্তায় ধনকড় বলেছেন, ''রাজ্য়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখে একজন রাজ্য়পাল হিসেবে অত্য়ন্ত উদ্বিগ্ন আমি...রাজ্য়ের পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। বিধায়ক, সাংসদদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে। এটা অগণতান্ত্রিক''।

আরও পড়ুন: “আমি নিশ্চিত তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরে আসবে”

এরপর, ধনকড় বলেছেন, ''আমি মাননীয় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে অনুরোধ করছি যাতে এই উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে উনি আলোচনায় বসার জন্য় সময় বের করেন। আমি নিশ্চিত, উনি এই বিষয়টিকে গুরুত্ব দেবেন। আমরা এমন পুলিশ চাই না যারা আইন মেনে কাজ করবে না, অথচ শাসকদলের একজন রাজনৈতিক কর্মীর মতো পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আমি বারবার পুলিশকে সতর্ক করেছি যে আইন মেনে কাজ করা তাঁদের কর্তব্য়ের মধ্য়ে পড়ে। আশা করি, তাঁরা আমার কথা শুনবেন এবং পক্ষপাতদুষ্ট আচরণ করা থেকে নিজেদের বিরত রাখবেন''।

উল্লেখ্য়, অতীতেও একাধিকবার রাজ্য়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হতে দেখা গিয়েছে রাজ্য়পাল জগদীপ ধনকড়কে। সম্প্রতি উত্তর দিনাজপুরে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্য়মৃত্য়ু ও চোপড়ায় কিশোরীর মৃত্য়ু ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য়ে। ক'দিন আগেই, রাজ্য়ের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন ধনকড়। এদিকে, বিধায়ক মৃত্য়ু ও চোপড়ায় কিশোরীর মৃত্য়ু ঘিরে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। এই প্রেক্ষাপটে যেভাবে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ধনকড়, তাতে রাজ্য় বনাম রাজ্য়পালের সংঘাত পর্ব নয়া মোড় নিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee
Advertisment