Advertisment

C V Ananda Bose: অবিলম্বে রাজভবন থেকে সরানো হোক কলকাতা পুলিশের কর্মীদের, নির্দেশ রাজ্যপালের

C V Ananda Bose: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস সোমবার সকালে রাজভবনে মোতায়েন কলকাতা পুলিশ কর্মীদের অবিলম্বে রাজভবন চত্বর খালি করার নির্দেশ দিয়েছেন। এমনটাই জানিয়েছেন রাজভবনের এক আধিকারিক।

author-image
IE Bangla Web Desk
New Update
3 people of raj bhavan summoned by police in cv ananda bose case update

CV Ananda Bose: রাজ্যপাল সিভি আনন্দ বোস।

C V Ananda Bose: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস সোমবার সকালে রাজভবনে মোতায়েন কলকাতা পুলিশ কর্মীদের অবিলম্বে রাজভবন চত্বর খালি করার নির্দেশ দিয়েছেন। এমনটাই জানিয়েছেন রাজভবনের এক আধিকারিক।

Advertisment

বোস রাজভবনের উত্তর গেটের কাছে পুলিশ ফাঁড়িটিকে 'জনমঞ্চ' (পাবলিক প্ল্যাটফর্মে) রূপান্তর করার পরিকল্পনা করছেন, আধিকারিক জানিয়েছেন।
আধিকারিক পিটিআই-কে বলেছেন, "রাজভবনের অফিসার ইনচার্জ-সহ রাজভবনের ভিতরে মোতায়েন পুলিশ অফিসারদের অবিলম্বে প্রাঙ্গণটি খালি করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।"

রাজ্যপাল এই বিষয়ে লিখিত অনুমতি দিলেও পুলিশ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের ভোট-পরবর্তী হিংসার শিকার আক্রান্তদের রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে প্রবেশ করতে বাধা দেওয়ার দিন কয়েক পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ শুভেন্দুকে রাজভবনে প্রবেশ করতে বাধা দিয়েছিল সিআরপিসির ১৪৪ ধারা উদ্ধৃত করে, যা রাজভবনের বাইরে বলবৎ রয়েছে। ওই এলাকায় বড় জমায়েত নিষিদ্ধ।

রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন, জানতে চেয়েছিলেন যে অধিকারী এবং অন্যদের কী কারণে পুলিশ রাজভবন প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দিয়েছে।

আরও পড়ুন Suvendu Adhikari: আক্রান্তদের নিয়ে রাজ্যপালের দুয়ারে শুভেন্দু, হিংসা ঠেকাতে জানালেন বিশেষ আর্জি

কলকাতা হাইকোর্ট পরবর্তীতে প্রশ্ন করেছিল যে রাজ্যপাল আদৌ 'গৃহবন্দি' ছিলেন কিনা এবং রাজভবনের অফিস থেকে অনুমতি পাওয়ার পরে অধিকারীকে "ভোট-পরবর্তী হিংসা শিকারদের" সঙ্গে রাজভবনে যাওয়ার অনুমতি দেয়।
অধিকারী এবং অন্য একজন কলকাতা হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন, জোর দিয়েছিলেন যে লিখিত অনুমতি থাকা সত্ত্বেও, পুলিশ তাদের রাজভবনে প্রবেশে বাধা দিয়েছে।

kolkata police Mamata Banerjee lalbazar West Bengal c v anand bose
Advertisment