Advertisment

Nabanna: মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি ট্যুইটারে কেন? রাজ ভবনের কড়া নিন্দায় সরব নবান্ন

Nabanna: মুখ্যমন্ত্রী-রাজ্যপালের চিঠির বক্তব্য প্রকাশ্যে আনা হয়েছে, তা প্রাতিষ্ঠানিক ধারার পরিপন্থী। পাল্টা ট্যুইটে এই মন্তব্য করেছে স্বরাষ্ট্র দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
manoj malviya is acting director general of West Bengal state police

রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন।

দিল্লি উড়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি লিখেছেন রাজ্যপাল। সেই চিঠির বিষয়বস্তু ট্যুইটও করেছেন তিনি। রাজ ভবনের এই অবস্থানের তীব্র নিন্দা করল নবান্ন। যেভাবে মুখ্যমন্ত্রী-রাজ্যপালের চিঠির বক্তব্য প্রকাশ্যে আনা হয়েছে, তা প্রাতিষ্ঠানিক ধারার পরিপন্থী। পাল্টা ট্যুইটে এই মন্তব্য করেছে স্বরাষ্ট্র দফতর। দেখুন সেই ট্যুইট:

Advertisment

সেই ট্যুইটে বলা, ‘পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্য করেছে রাজ্যপাল হঠাৎ করে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি প্রকাশ্যে এনেছেন। যে চিঠির বিষয়বস্তু বাস্তববর্জিত। এমনকি যেভাবে তা প্রকাশিত হয়েছে, তা দুটি প্রাতিষ্ঠানিক ধারার পরিপন্থী। মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখা হয়েছে, সেটাকে গণমাধ্যমে প্রকাশ্যে আনা হয়েছে। যা এই ধরণের গোপন বার্তালাপের পবিত্রতা নষ্ট করেছে।‘

এখানেই শেষ নয়। সেই ট্যুইটে স্বরাষ্ট্র দফতর আরও লিখেছে, ‘এভাবে প্রকাশ্যে বক্তব্য পেশের পদ্ধতিতে রাজ্য সরকার বিস্মিত। বিশেষ করে চিঠিতে উল্লেখ অধিকাংশ তথ্য সাজানো।‘ রাজ্যে ভোট পরবর্তী হিংসা কমিশন যতক্ষণ দায়িত্বে ততক্ষণ হয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসেই আইনশৃঙ্খলায় নজর দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।‘

পাশাপাশি দুষ্কৃতীদের গ্রেফতার-সহ অন্য আইনি পথে ব্যবস্থা নিতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল। আগামি দিনেই রাজ্যের আইনশৃঙ্খলা কায়েম রাখতে কঠোর হবে প্রশাসন। এমন দাবিও সেই ট্যুইটে করা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Tweet Nabanna Home Department Raj Bhawan
Advertisment