বোর্ড গঠন ঘিরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়েছিল ফুরফুরা শরিফ। পুলিশের সঙ্গে আইএসএফ কর্মী, সমর্থকদের বচসা লক্ষ্য করা গিয়েছিল। অভিযোগ, পঞ্চায়েত অফিস থেকে অনেকটা দূরে অবস্থিত হলেও ফুরফুরা শরিফেও হামলা চালায় পুলিশ। ধর্মস্থানে টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বাড়িতেও হামলা চলে। এরই মাঝে পুলিশের আঘাতে পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। এরপরই বিরাট শোরগোল পড়ে যায়। ঘটনায় উদ্বিগ্ন বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। এ ধরণের পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান মহঃ ইয়াহিয়া।
কী বলেছেন মহঃ ইয়াহিয়া?
শুক্রবার এক ভিডিও বার্তায় বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলেছেন, 'গতকাল ফুরফুরা শরিফে যে ঘটনা ঘটেছে তা শুনলাম। শুনলাম নাকি পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর উপর হামলা হয়েছে। তাঁর নাকি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। যদি এটা ঘটে থাকে তাহলে সমগ্র ঘটনা উদ্বেগজনক। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন এর নিন্দা করছে। যখন ইন্ডিয়া গোটা ভারতে একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি করতে চলেছে বিজেপির বিরুদ্ধে তখন পশ্চিমবঙ্গ সরকার ফুরফুরায় যেভাবে হ্যান্ডেলিং করছে তা উদ্বেগজনক। আগামিতে একটা ভয়ঙ্কর রাজনীতির আশঙ্কা করছি আমরা। বাঙালি মুসলিমদের মধ্যে এ নিয়ে অত্যন্ত সাংঘাতিক রিঅ্যাকশন হয়েছে। এবং রাজনীতি ভয়ঙ্কর রূপ নিতে চলেছে বলে আশঙ্কা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ তিনি বিষয়টিকে সহানুভূতির সঙ্গে হ্যান্ডেলিং করতে পারতেন। তাঁর বিনা অনুমতিতে পুলিশ প্রশাসনের কিছু লোক তাঁর প্রশানের বদনাম করতে চাইছেন কিনা দেখা দরকার। এটা কাম্য নয়। ধিক্কার, নিন্দা জানাচ্ছি। বিষয়গুলিকে আরও নিন্দা জানাচ্ছি। বিষয়টগুলিকে আরও সহানুভূতি ও দায়িত্বজ্ঞানসম্পন্নভাবে হ্যান্ডেল করা উচিত। রাজনীতি একটা অন্য খাতে বইতে চলেছে। পশ্চিবঙ্গ তার ব্যতিক্রম হবে না।সাবধান হওয়া প্রয়োজন।'
বৃহস্পতিবারের ধুন্ধুমার অবস্থার পর পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী জানিয়েছিলেন, দরবার চলাকালীন সেখানে পুলিশ আক্রমণ চালিয়েছিল। ধর্মস্থান থেকে পুলিশকে সরতে বললেই তারা আক্রমণ শুরু করে। ভক্তদের মারধোর করা হয়। লাঠিচার্জের পাশাপাশি ইঁট ছুড়তে শুরু করেছিল পুলিশ। একটি ইঁট আমার মাথায় এসে লাগে। আরও কয়েকজন পীরজাদা পুলিশের আক্রমণে জখম হয়েছেন। পীরজাদা ইব্রাহিমের দাবি, 'রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই তিনি পুলিশকে ব্যবহার করে এই ধরণের অন্যায় কাজ করে চলেছেন।'