Advertisment

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার সিবিআই জালে মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল

প্রায় তিন ঘণ্টা জেরা করার পর তাঁকে গ্রেফতার করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal Job Scam: CBI arrests Manik Bhattacharya aide Tapas Mondal

সিবিআইয়ের হাতে গ্রেফতার মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল।

নিয়োগ-দুর্নীতি কাণ্ডে এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল। রবিবার দুপুরে তাঁকে জেরা করার জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। প্রায় তিন ঘণ্টা জেরা করার পর তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর তাঁকে বিকেলে মেডিক্যাল চেক আপের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন তাপস ছাড়াও নিয়োগ দুর্নীতি মামলায় নীলাদ্রি ঘোষ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই।

Advertisment

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর তাপসের নাম সামনে আসে। শিক্ষা প্রতিষ্ঠানের মালিক তাপসকে একাধিকবার সিবিআই এবং ইডি জেরা করেছে। তাপসের অভিযোগেই তৃণমূল নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হন। এদিন বিকেল ৫টা নাগাদ তাঁকে গ্রেফতার করে সিবিআই।

তদন্তে জানা যায়, তাপসের মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ বেআইনিভাবে তুলতেন মানিক এবং তাঁর ঘনিষ্ঠরা। তাপস বিভিন্ন সময়ে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে এসেছেন। তাপসের বয়ানেই কুন্তল ঘোষ গ্রেফতার হয়। তাপস তদন্তের জেরায় বলেছিলেন, তাঁর অফিস থেকে টাকা নিয়ে এজেন্টরা পৌঁছে দিতেন কুন্তলের কাছে। পরে কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়ে চাকরিপ্রার্থীদের ওএমআর শিটের কপি উদ্ধার করেন তদন্তকারীরা।

তবে সবরকম সাহায্য করলেও গ্রেফতারি এড়াতে পারলেন না তাপস মণ্ডল। তদন্তকারীরা জানতে পেরেছিলেন, মানিক-পুত্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাপসের। এবার ধীরে ধীরে নিয়োগ দুর্নীতির জাল গুটিয়ে আনছে সিবিআই।

cbi WB SSC Scam Manik Bhattacharya Tapash Mondal
Advertisment