স্ত্রীকে কাছে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্না স্বামীর, নদিয়ায় শোরগোল

অলোকের দাবি, সম্প্রতি সঙ্গীতা তাঁ বাবা-মা'কে দেখতে হরিণঘাটার সোনাখালি গ্রামে যান। এরপর সঙ্গীতাকে আর ফিরতে দেওয়া হয়নি।

অলোকের দাবি, সম্প্রতি সঙ্গীতা তাঁ বাবা-মা'কে দেখতে হরিণঘাটার সোনাখালি গ্রামে যান। এরপর সঙ্গীতাকে আর ফিরতে দেওয়া হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
dharna, ধর্না, পুলিশ

অলোকের সঙ্গে তাঁদের বাড়ির মেয়ের বিয়ে মেনে নেননি সঙ্গীতার পরিবার।

স্ত্রীকে কাছে পেতে চাই, এমন দাবিতে শ্বশুরবাড়িতে ধর্নায় বসলেন যুবক। নদিয়ার হরিণঘাটায় সোনাখালি গ্রামের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। সঙ্গীতা ঘোষ নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আলোক মল্লিক নামে বছর আঠাশের এক যুবকের। সম্প্রতি সঙ্গীতাকে বিয়ে করেন অলোক। অলোকের সঙ্গে তাঁদের বাড়ির মেয়ের বিয়ে মেনে নেননি সঙ্গীতার পরিবার।

Advertisment

জানা গিয়েছে, অলোকের একটি ফটোগ্রাফি স্টুডিও রয়েছে। সম্প্রতি একটি মন্দিরে হিন্দু ধর্মে তাঁদের বিয়ে হয়। আইনি বিয়েও হয়েছে তাঁদের। অলোকের দাবি, সম্প্রতি সঙ্গীতা তাঁর বাবা-মা'কে দেখতে হরিণঘাটার সোনাখালি গ্রামে যান। এরপর সঙ্গীতাকে আর ফিরতে দেওয়া হয়নি।

আরও পড়ুন: বাংলায় বাড়ল আক্রান্ত-মৃত্যু সংখ্যা, জেলায় এগিয়ে উত্তর ২৪ পরগণা

অলোকের অভিযোগ, সঙ্গীতাকে তাঁর বাবা-মায়েরা মারধর করে কোথাও একটা পাঠিয়ে দিয়েছেন। এরপরই স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়িতে ধর্নায় বসেন অলোক। নিজেদের বিয়ের ছবি, বিয়ের সার্টিফিকেট নিয়ে শ্বশুরবাড়ির বাইরে ধর্নায় বসেন অলোক। স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য় স্থানীয়দের কাছে সাহায্য়ের আর্জিও জানিয়েছেন অলোক।

Advertisment

অলোকের কথায়, ''ওকে (সঙ্গীতা) কোনও অজ্ঞাত জায়গায় রাখা হয়েছে। স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য় ধর্নায় বসেছি। যতক্ষণ না ওকে পাচ্ছি, আমি ধর্না চালিয়ে যাব''।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিণঘাটা থানায় অলোকের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ দায়ের করেছে সঙ্গীতার পরিবার। কিন্তু তদন্তে অলোকের বিরুদ্ধে কোনও অভিযোগ মেলেনি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal