Kalimpong man recruited in Russian army: 'আমাকে বাঁচান'…! মস্কো থেকে কাতর অনুরোধ বাংলার প্রাক্তন সেনাকর্মীর, বিরাট প্রতারণার পর্দা ফাঁস

নিজের অজান্তেই প্রতারণার ফাঁদে পা দিয়ে বিপাকে পড়েছেন কালিম্পংয়ের বাসিন্দা পেশায় অবসরপ্রাপ্ত সেনাকর্মী উরজেন তামাং।

নিজের অজান্তেই প্রতারণার ফাঁদে পা দিয়ে বিপাকে পড়েছেন কালিম্পংয়ের বাসিন্দা পেশায় অবসরপ্রাপ্ত সেনাকর্মী উরজেন তামাং।

author-image
IE Bangla Web Desk
New Update
Russia Ukraine war

উরজেন তামাং কালিম্পংয়ের 19 নম্বর ওয়ার্ডের চিবো পুরবুং-এর বাসিন্দা৷ (ভিডিও থেকে স্ক্রিনগ্র্যাব)

নিজের অজান্তেই প্রতারণার ফাঁদে পা দিয়ে বিপাকে পড়েছেন কালিম্পংয়ের বাসিন্দা পেশায় অবসরপ্রাপ্ত সেনাকর্মী উরজেন তামাং।

Advertisment

'ভুল' বুঝিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হয়েছে তাঁকে। একটি ভিডিও বার্তায় ভারত সরকারের কাছে আবেদন তিনি তাকে উদ্ধারের জন্য আবেদন জানিয়েছেন।

এই প্রথম প্রতারণার ফাঁদে বাংলার এক ব্যক্তি। ভুল বুঝিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছে কালিম্পংয়ের বাসিন্দা পেশায় অবসরপ্রাপ্ত সেনাকর্মী উরজেন তামাংকে।

Advertisment

এখন দেশে ফিরতে চেয়ে ভারত সরকারের কাছে আবেদন করেছেন। ভিডিওতে হিন্দিতে এজেন্টদের দুষে ভারত সরকারের কাছে তাকে উদ্ধারের অনুরোধ জানিয়েছেন তিনি। এক ভিডিও বার্তায় তাকে হিন্দিতে বলতে শোনা গিয়েছে “আমি এজেন্টদের দ্বারা প্রতারিত হয়েছি,”।

২০১৮ সালে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নিয়ে বর্তমানে গুজরাটের একটি বেসরকারী সংস্থায় নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করছিলেন তিনি।

বছর ৪৭-এর তামাং বলেন, 'তাকে এজেন্টরা বলেছিল মস্কোতে নিরাপত্তারক্ষী হিসেবে চাকরি দেবেন। দু'মাস আগে শিলিগুড়ি থেকে একজন এজেন্ট তাকে দিল্লিতে পাঠিয়েছিল যেখানে অন্য এজেন্ট তার সঙ্গে দেখা করেন এবং তাকে মস্কো যাওয়ার জন্য একটি টিকিট এবং ভিসা দেন। তিনি তখন এজেন্টকে বিশ্বাস করে মস্কোতে পাড়ি দেন'।

আট-নয়দিন মস্কোতে হোটেলে রাখার পর তামাংকে একটি সেনা ক্যাম্পে পাঠানো হয় এবং সেখানে প্রায় ১৭-১৮ দিনের জন্য রাখা হয়েছিল তাকে এবং একটি বন্ডে সই করানো হয়।

এরপর ১০-১২ দিনের জন্য অস্ত্রের ট্রেনিং দেওয়া হয় এবং তাকে বলা হয় ফ্রন্টলাইনে যেতে হবে। সূত্রের খবর তামাং ভিডিওটি কালিম্পং-এ তার স্ত্রীকে পাঠিয়েছিলেন।

কার্সিয়াং পুরসভার চেয়ারম্যান রবি প্রধান বলেছেন, “মহিলা আমার সাথে যোগাযোগ করেছিল এবং আমি বার্তাটি ফরোয়ার্ড করেছি যাতে এটি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায়। কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে,”।

তামাংয়ের পরিবারে তার স্ত্রী এবং দুই কন্যা রয়েছে। গোটা ঘটনায় তারা ভীত-আতঙ্কিত বলেই স্থানীয় সূত্র জানিয়েছে।
বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেছেন, 'তিনি গোটা সম্পর্কে অবগত। ইতিমধ্যে বিষয়টি বিদেশমন্ত্রকের কাছে পাশাপাশি রাশিয়ায় ভারতীয় দূতাবাস সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গোটা ঘটনা জানানো হয়েছে'।

russia Russia-Ukraine Row Russian Army