West Bengal Weather Update: দুর্যোগের কালো মেঘ এখনই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরছে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার থেকে ফের ভাসবে দক্ষিণবঙ্গ। জানা গিয়েছে, শনিবার পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। আর সোমবার মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই দুয়ের প্রভাবে শনিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে। রবিবার থেকে দাপট বাড়বে বৃষ্টির।
হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ওড়িশা হয়ে ছত্তিশগড় ঢুকবে। অন্যদিকে মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা দিয়ে স্থল্ভাগে ঢুকবে। আগামি মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা।
এদিকে, গত রবিবার এবং সোমবারের বৃষ্টিতে এখনও জলমগ্ন কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ অঞ্চল। ঝাড়খণ্ডে অবস্থিত নিম্নচাপের প্রভাবেই বুধবার বেলা বাড়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। এই পর্যায়ে রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই নিম্নচাপ ওড়িশা হয়ে ছত্তিশগড়ের দিকে সরলেই বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা।
অপরদিকে, রাজ্যে এখনও সক্রিয় মৌসুমি বায়ু। তাই পুজোর আগেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাজ্য থেকে কবে বর্ষা বিদায় নেবে? তার কোনও সদুত্তর মেলেনি। তাই পুজোর পাঁচদিন বৃষ্টির দাপটে উৎসব মাটি হওয়ার আশঙ্কায় দিন গুনছেন বঙ্গবাসী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন