Bengal Weather Today: রাজ্যের একটা অংশ বন্যাপ্লাবিত হলেও বৃষ্টির বিরাম নেই। মঙ্গলবার দুপুর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়ায়। চলতি সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে অবশ্য আগামী সপ্তাহেও হবে বৃষ্টি। বেশিরভাগ জায়গায় বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টি হলেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে এখনও মৌসুমি বায়ু সক্রিয়। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা সক্রিয় উত্তরবঙ্গে। এই জোড়া ফলায় আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই নেই বাংলার। জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা। শনিবার শুধুমাত্র উত্তর ২৪ পরগনা এবং তার লাগোয়া নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একটা অংশ প্লাবিত। অনেক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। মুর্শিদাবাদ ও মালদহ জেলায় গঙ্গায় ভাঙন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে এদিন ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতে যান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল সাংসদ দেব। ঘাটালে দাঁড়িয়েই মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে মোদী সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।
এদিকে, দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগ কমলেও, উত্তরবঙ্গে আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির ফলে পাহাড়ে ধস নামার আশঙ্কা। তাই আগে থেকেই স্থানীয় প্রশাসন ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন