Advertisment

মুখ্যমন্ত্রী দফতর পাল্টাতেই সপ্তমে সুর দুই গায়ক-মন্ত্রীর, প্রকাশ্যে কাদা ছোড়াছুড়িতে অস্বস্তি তৃণমূলের

দুজনেই সুরের দুনিয়ার লোক। অথচ মন্ত্রিত্ব নিয়ে এখন তাঁদের তাল কেটেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Babul supriya removed from tourism mamata cabinet change , পর্যটন দফতর থেকে সরানো হল বাবুল সুপ্রিয়কে

কে পেলেন কোন দফতরের দায়িত্ব?

সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডানা ছাঁটা হয়েছে বেশ কয়েকজন মন্ত্রীর। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বাবুল সুপ্রিয়। পর্যটন দফতর তাঁর কাছ থেকে নিয়ে দেওয়া হয়েছে ইন্দ্রনীল সেনকে। বাবুলকে দেওয়া হয়েছে তথ্যপ্রযুক্ত এবং অপ্রচলিত শক্তি দফতর। এর পর থেকেই বাবুল-ইন্দ্রনীল তরজা প্রকাশ্যে। গানের জগতের দুই শিল্পীর সুর এখন সপ্তমে।

Advertisment

ক্যামেরার সামনেই পরস্পরকে বিঁধেছেন দুই গায়ক মন্ত্রী। বাবুল বলেছেন, 'যে টেবিলে বসলে সম্মান থাকে না, সেই টেবিল ছেড়ে আমি চলে যাই।' পাল্টা দিয়েছেন ইন্দ্রনীল সেন। চন্দননগরের বিধায়ক বলেছেন, 'ও বাচ্চা ছেলে! সবে দলে এসেছে! আমরা চেষ্টা করব, ওকে নিজের মতো রাখতে।' দুজনেই সুরের দুনিয়ার লোক। অথচ মন্ত্রিত্ব নিয়ে এখন তাঁদের তাল কেটেছে। পর্যটন দফতর বাবুলের কাছ থেকে ইন্দ্রনীলের কাছে যেতেই দুই মন্ত্রীর বাগযুদ্ধ সামনে চলে এসেছে।

বাবুল সুপ্রিয় বলেন, 'আমি শান্তিতে দিনের শেষে গান গাইতে চাই! কোনও মনোমালিন্য হয়নি এটা বললে বোঝাবে, কাকে বোকা বানাচ্ছি! মনের কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। বাদানুবাদ, মনোমালিন্য সর্বজনবিদিত। আমার ব্যক্তিগত মত মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম।'

অন্যদিকে, অন্য সুর ইন্দ্রনীলের গলায়। ইন্দ্রনীল সেন বলছেন, 'আমার কাজ গান গাওয়া। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন, তার ডেলিভারি করা। আগামী দিনে নিশ্চয়ই এ ধরনের বিতণ্ডা ওঁ করবে না। শুধু আমার সঙ্গে নয়, সবার সঙ্গে। আর, বিতণ্ডা কখন হয়? যখন কেউ রেসপন্স করে। আমি তো করিনি!'

আরও পড়ুন বুধে দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠক, থাকছে না তৃণমূলের কেউ, তুমুল জল্পনা

বাবুল বলছেন, 'বাদানুবাদ, মতানৈক্য সবার সামনে হয়েছিল। এই অমর্যাদাকর পরিস্থিতিতে পার্টির পুরোধা হিসেবে মুখ্যমন্ত্রী যে রাস্তা দেখিয়েছেন, সেখানে আছি'। পাল্টা ইন্দ্রনীল সেন বলছেন, 'ও অনেক কিছু বলেছিল। সোশ্যাল সাইটেও বলেছিল। আমি শুধু রবীন্দ্রনাথের কথায় বলি, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু!'

বাবুল নিজেকে ফুলমার্কস দিয়ে বলেছেন, 'কোনও মন্ত্রিত্ব সর্বকালীন হতে পারে না। পর্যটনের সেরাটা দিয়েছিলাম। দল যে ব্যাটিং অর্ডার দেবে, এখন সেখানেই সেরাটা দিতে চাই।' ইন্দ্রনীলের জবাব, 'ও কী বলল, আমি লিস্ট ইন্টারেস্টেড! আমি অন্যের কাজে কোনও দিন ইন্টারফেয়ার করিনি। করবও না। আমি পর্যটন দফতর চাইনি, অন্য কোন দফতরও চাইনি। মনে করেছেন মুখ্যমন্ত্রী তাই দিয়েছেন। যতদিন চাইবেন কাজ করব!'

indranil-sen West Bengal Babul Supriya
Advertisment