Advertisment

বড়সড় দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রীর গাড়ি, বরাতজোরে রক্ষা পেলেন স্ত্রী

মন্ত্রী না থাকলেও সেই সময় ওই গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী। পথ দুর্ঘটনায় লাল বাতি লাগানো কালো এসইউভিটির সামনে ও পিছনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal Minister Humayun Kabir anindita kabir car accident Gurape hooghly

মন্ত্রীর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। ছবি- উত্তম দত্ত

বরাতজোরে রক্ষা পেলেন রাজ্যের মন্ত্রীর স্ত্রী। মঙ্গলবার বিকেলে বড় দুর্ঘটনার কবলে পড়েছিল পশ্চিমবঙ্গের কারিগরি মন্ত্রী হুমায়ুন কবীরের গাড়ি। মন্ত্রী না থাকলেও সেই সময় ওই গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী। পথ দুর্ঘটনায় লাল বাতি লাগানো কালো এসইউভিটির সামনে ও পিছনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে।

Advertisment

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকালে হুমায়ুন কবীরের স্ত্রীর অনন্দিতাকে নিয়ে বর্ধমান থেকে কলকাতার দিকে যাচ্ছিল মন্ত্রীর গাড়ি। বিকেল চারটে নাগাদ ২ নম্বর জাতীয় সড়কের উপর গুড়াপ থানার অন্তর্গত বশিপুর মোড়ে ওই গাড়িটিকে ধাক্কা মারে একটি লরি। এরপরই মন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে ধাক্কা মারে। গাড়িটির সামনে ও পিছনের অংশ ক্ষতিগ্রস্ত। দুর্ঘটনার সময় ওই গাড়িটি মন্ত্রীর স্ত্রীর অনিন্দিতা ছাড়াও ছিলেন তাঁর রক্ষী ও চালক।

দুর্ঘটনা গাড়িটির ক্ষতি হলেও মন্ত্রীর স্ত্রী সহ অন্যান্যরা সামান্য আহত হয়েছেন বলে সূত্রের খবর। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ক্রেনে করে সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। সন্ধ্যা সাতটা নাগাদ অন্য একটি গাড়িতে অন্দিতাদেবী তাঁর গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে যান।

সন্ধ্যা পর্যন্ত লিখিত অভিযোগ হয়নি বলে জানিয়েছেন ধনিয়াখালির সার্কেল ইন্সপেক্টর দেবাঞ্জন ভট্টাচার্য।

Hooghly Humayun Kabir
Advertisment