scorecardresearch

দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল ভাইয়ের! SSC-কেই চ্যালেঞ্জ মমতার মন্ত্রীর

বাতিলের তালিকায় ২৮৪ নম্বরে নাম রয়েছে মন্ত্রীর ভাই খোকন মাহাতোর।

Mamata Banerjee will sit on dharna on 29 and 30 March against deprivation of the Centre, দাবি আদায়ে পুরনো কায়দায় আন্দোলনে মমতা, কেন্দ্রের বিরুদ্ধে ধরনায় মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিক্ষা-দুর্নীতি তদন্তে ভাইয়ের চাকরি বাতিল হওয়ায় স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। মন্ত্রীর দাবি, তাঁর ভাই খোকন মাহাতো পরীক্ষায় ১২ পেতে পারেন না। ঠিক-ভুল যাচাইয়ে এসএসসি-র ত্রুটি-বিচ্যুতি রয়েছে। তাঁর ভাই কম নম্বর পেলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলেও চ্যালেঞ্জ ছুড়েছেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।

শালবনির তিনবারের তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো। স্থানীয় পার্টি অফিসে বসে মন্ত্রী বলেছেন, ‘আমার ভাই প্রস্ন পত্র ও উত্তর শিট মিলয়ে দেখেছে যে ও কোনও মতেই ১২ নম্বর পাবে না। কোনওকালে ১২ পাবে না। আমি চ্যালেঞ্জ করছি, ওই উত্তরের হার্ড কপি আর প্রশ্নপত্র মিলিয়ে দেখা হোক। যদি প্রমাণ হয় যে ভাই ১২ পায়েছে তবে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব। আমরা বলছি ওরা ম্যানুপুলেটিং করছে। এর বিরুদ্ধে আমরা আদালতে যাব। ওরা সার্বিকভাবে গিয়েছে, প্রয়োজনে ব্যক্তিগতভাবেই চ্যালেঞ্জ জানাবো।’

তবে অযোগ্যদের চাকরি বাতিল করা উচিত বলেই দাবি করেছেন মন্ত্রী। বলেছেন, ‘অনেক গড়মিল আছে বলে মনে হয়। যারা অযোগ্য তাদের বিরুদ্ধে পদক্ষেপ করক। সেই তালিকায় আমার ভাই থাকলেও চাকরি গেলে কিছু বলার নেই। কিন্তু, কোনটা ভুল বা ঠিক, অথবা ম্যানুপুলেটিং তা সঠিকভাবে যাচাইয়ের প্রয়োজন আছে।’

হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৮৪২ জনের চাকরি বাতিল হয়। এই তালিকায় ২৮৪ নম্বরে নাম রয়েছে মন্ত্রীর ভাই খোকন মাহাতোর। খোকনবাবু ঝাড়গ্রামের বৈতা শ্রী গোপাল হাইস্কুলে গ্রুপ সি পদে কর্মরত ছিলেন।

চারি বাতিল ঘোষণার দিন খোকন মাহাত বলেছিলেন যে, ‘আমার বলার কিছু নেই। চাকরি এসএসসি দিয়েছে। নম্বর তো আমি বিকৃতি করিনি। ওএমআর শিট আমি ফাঁকা রাখিনি। আপনারা নিশ্চয় দেখেছেন। লেখা পরীক্ষা, ইন্টারভিউ, সব শেষে প্যানেল হয়ে আমি চাকরি পেয়েছি।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Bengal minister srikanta mahato attacks ssc on his brothers job cancelation