/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Udayan-Guha-1.jpg)
Udayan Guha: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
RG Kar Doctor Murder: আর জি কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সর্বস্তরের মানুষ। প্রকৃত দোষীদের আড়াল করা, উপযুক্ত ব্যবস্থা না নেওয়া, এবং ধর্ষণ-খুনের মতো নারকীয় অপরাধের ক্ষেত্রে অসংবেদনশীলতা দেখানোর অভিযোগে মুখ্যমন্ত্রীতে কাঠগড়ায় তুলছে সবাই। এই অবস্থায় চরম হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যাঁরা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন তাঁদের আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দিনহাটার বিধায়ক।
উল্লেখ্য, আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে শনিবার কোচবিহার জেলা তৃণমূল পথে নামে। গোটা জেলায় বিক্ষোভ কর্মসূচি হয়। বাদ যায়নি দিনহাটাও। কোচবিহারের সাগরদিঘিতে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশ হয়। সেখানে মঞ্চে দাঁড়িয়ে মন্ত্রী বলেন, 'এই ঘটনায় যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, যাঁরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে গালাগালি করছেন, আঙুল তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। নাহলে এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করার চেষ্টা করবে।'
তিনি আরও বলেন, 'ওঁরা জানে না যে হাসিনা যে ভুল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবেন না। তিনি করেনওনি। আর জি কর মেডিক্যাল কলেজে ওই ভাবে ভাঙচুর করার পরেও পুলিশ গুলি চালায়নি। পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না। তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে বাংলাকে বাংলাদেশ করতে দেবে না।'
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বাংলাদেশে গণবিক্ষোভের জেরে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কয়েকদিন পরেই কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনে গণবিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাতেও। অনেকেই বাংলাদেশের কায়দায়, 'দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ' চাইছেন। এই অবস্থায় প্রতিবাদীদের আঙুল ভেঙে দেওয়ার নিদান দিলেন রাজ্যের মন্ত্রী।