Advertisment

বিরোধীদের জবাবে মাস্টারপ্ল্যান রেডি! উত্তর-দক্ষিণ ভাগাভাগি করে প্রচারে মমতা-অভিষেক

সোমবার থেকেই পঞ্চায়েতের প্রচারে কোমর বেঁধে ময়দানে তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
islampur mla abdul karim chowdhury is a rebel again in tmc

তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কড়া বার্তা প্রবীণ বিধায়কের।

'পাখির চোখ' পঞ্চায়েত নির্বাচন। সোমবার থেকেই পঞ্চায়েতের প্রচারে কোমর বেঁধে ময়দানে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করছেন উত্তরবঙ্গ থেকে। উল্টোদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করবেন দক্ষিণবঙ্গ থেকে।

Advertisment

শিয়রে ভোট। পঞ্চায়েতের দৌড়ে বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল। সোমবার উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহার দক্ষিণ বিধাসভা কেন্দ্রের চাঁদামারি প্রাণনাথ হাইস্কুলের মাঠে নির্বাচনী জনসভা সারবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজারে সভা করবেন তৃণমূল সুপ্রিমো।

একুশের বিধানসভা ভোটে গোটা রাজ্যে সবুজ ঝড় উঠলেও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বিজেপির কাছে জোর ধাক্কা খেয়েছিল জোড়াফুল। সেই কারণে এবার উত্তরবঙ্গ দিয়েই পঞ্চায়েতের প্রচার শুরু করছেন তৃণমূলনেত্রী, এমনই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচনে কী রণকৌশল সিপিএমের? পুরনো নিয়মেই দলে স্বীকৃতি!

উল্টোদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গ দিয়ে ভোটের প্রচার শুরু করতে চলেছেন অভিষেকের নজর তখন দক্ষিণে। আগামী ২৭ জুন থেকে ভোটের প্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৭ তারিখ নদিয়ার কৃষ্ণগঞ্জে সভা করবেন অভিষেক। এরপর মুর্শিদাবাদের ডোমকলেও নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন তিনি। ৩০ জুন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের সভা বীরভূমে, ওই দিনই পশ্চিম বর্ধমানে নির্বাচনী সভা করবেন অভিষেক।

আরও পড়ুন- রাজ্যপাল ডাকেননি, নিজেই রাজভবনে যেতে চেয়েছেন রাজীব, কেন?

পয়লা জুলাই অভিষেক যাবেন উত্তরবঙ্গে। ওই দিন আলিপুরদুয়ারে সভা করার কথা অভিষেকের। এরপর আগামী ৩ জুলাই পুরুলিয়ায় প্রকাশ্য সভা করবেন অভিষেক। এছাড়াও বাঁকুড়া জেলায় তাঁর রোড শো করার কথা রয়েছে। আগামী ৪ জুলাই শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরের তমলুকে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও পশ্চিম মেদিনীপুরেও রোড শো করার কথা রয়েছে তৃণমূল সাংসদের। আগামী ৫ জুলাই কালনা ও পাণ্ডুয়ায় রোড শো করার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

panchayat election 2023 abhishek banerjee bengal panchayat election 2023 tmc Mamata Banerjee
Advertisment