/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/bikash-ranjan-bhattachariya.jpg)
Calcutta High Court: আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য
Agitaion Against Bikash Ranjan Bhattacharya: প্রাথমিকের বিতর্কিত চাকরিপ্রাপকদের বিক্ষোভের মুখে পড়লেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য! শুনতে হল 'আপনি চাকরি খাচ্ছেন' স্লোগান।
ঘটা ঠিক কী হয়েছে?
মঙ্গলবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। সেই মামলায় মূল মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রাথমিকের বিকৃত ওএমআর শিট নিয়ে সেই মামলার শুনানি চলাকালীন, কী ভাবে প্রাথমিক নিয়োগ পরীক্ষার ওএমআর শিটে কারচুপি হয়েছে, তা নিয়ে সওয়াল করেন বিকাশবাবু।
শুনানি শেষে আইনজীবী বিকাশ ভট্টাচার্য এজলাস থেকে বেরতেই তাঁকে ঘিরে ধরেন প্রাথমিকের বিতর্কিত শিক্ষকদের একাংশ। শুরু হয় তুমুল স্লোগান। বিক্ষোভকারীদের দাবি, বিকাশ ভট্টাচার্যের জন্যই চাকরি হারা হচ্ছেন অনেককে। ‘আপনি চাকরি খেয়ে নিচ্ছেন’ বলেও স্লোগান তোলেন বিক্ষোভকারীদের কয়েকজন।
তবে, বিক্ষোভের মুখে পড়ে কোনও কথা বলতে শোনা যায়নি বিকাশবাবুকে। হাঁটতে হাঁটতে সোজা বেরিয়ে যান তিনি। এরপর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি সামলায়।
২০১৪ সালের টেটে পরীক্ষা দিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী।যার ভিত্তিতে ২০১৬ এবং ২০২০ সালে ৪২,৫০০ জনকে নিয়োগ দেওয়া হয়। এদিকে, ২০১৪ সালের টেটেই কারচুপির অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া 'বেআইনি' বলে দাবি করা হয়। মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।