Advertisment

সেরে উঠছে বাংলা! পাল্লা দিয়ে কমছে সক্রিয় সংক্রমণ এবং আক্রান্তের হার

Bengal Covid Daily Update: জেলাভিত্তিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (১৫৩), তারপর উত্তর ২৪ পরগনা (১২২) এবং দক্ষিণ ২৪ পরগনা (৫৭)।

author-image
IE Bangla Web Desk
New Update
corona india daily cases records 16 october 2021

করোনা সাময়িক ভাবে নিয়ন্ত্রণে থাকলেও ভাবাচ্ছে শিশুদের টিকাকরণ।

Bengal Covid Daily Update: ২৪ ঘণ্টায় রাজ্যে সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ। তবে অপরিবর্তিত মৃত্যু। একদিনে সংক্রমিত ৬৫৭, মৃত ১২। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৬৭ জন, সুস্থতার হার ৯৮.৩২%। রাজ্যে এই মুহূর্তে সংক্রমণের হার দুইয়ের নীচে। ২৪ ঘণ্টায় সেই হার আরও কমে ১.৭৬%। পাল্লা দিয়ে কমছে সক্রিয় সংক্রমণ। রাজ্যে ২ ডিসেম্বর পর্যন্ত সক্রিয় সংক্রমণ ৭৬৯০।

Advertisment

জেলাভিত্তিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (১৫৩), তারপর উত্তর ২৪ পরগনা (১২২) এবং দক্ষিণ ২৪ পরগনা (৫৭)। এরপরেই রয়েছে হুগলি (৪৮) এবং হাওড়া (৩৯)।  

এদিকে, চলতি সপ্তাহেই সংসদকে কেন্দ্র জানিয়েছিল দেশে এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্তের হদিশ নেই। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হল না। করোনার নতুন স্ট্রেন ওমিক্রনের থাবা এবার এদেশেও। বৃহস্পতিবার জানিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক। মন্ত্রকের যুগ্ম সচিব ল্ভ আগরওয়াল জানান, ওমিক্রন সংক্রমিত দুই জনের হদিশ ভারতে মিলেছে। এই দুই সংক্রমিত কর্নাটকের বাসিন্দা। তাঁদের মৃদু উপসর্গ রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের এই সচিব আশ্বস্ত করে বলেছেন, দেশ কিংবা বিশ্ব করোনার ওমিক্রন আক্রান্তদের মৃদু উপসর্গ দেখা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থা এখনও কোনও রোগীর হয়নি। সাম্প্রতিক সমীক্ষায় এমন দাবি করেছে হু।‘ এদিকে, আতঙ্ক বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। এই আতঙ্কের আবহেই ফের দেশের দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী। উদ্বেগ বাড়িয়ে বাড়ল মৃত্যুও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় ১০ হাজার মানুষ নতুন করে করোনায় কাবু হয়েছেন। একদিনে ফের দেশে করোনায় মৃত্যু ৪৭৭ জনের। দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুটোই বেশ খানিকটা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে।

করোনার নতুন স্ট্রেন ‘ওমিক্রন’ নিয়ে গোটা বিশ্বকে সতর্ক করে দিয়েছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকদের আশঙ্কা, বিন্দুমাত্র অসতর্কতায় এক্ষেত্রে কড়া মাশুল গুণতে হতে পারে। করোনার নয়া ভ্যারিয়েন্টের মোকাবিলায় চূড়ান্ত সতর্কতা ভারতেও। দেশের বিমানবন্দরগুলিতে নজরদারি বহুগুণে বাড়ানো হয়েছে। এই আবহেই ফের একবার দেশের দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী, বাড়ছে মৃত্যু।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হলেন ৯ হাজার ৭৬৫ জন। একদিনে দেশে করোনার বলি আরও ৪৭৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৫৪৮ জন। বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৯৯ হাজার ৭৬৩ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪০ লক্ষ ৩৭ হাজার ৫৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Infection Rate Kolkata corona Active Corona
Advertisment