Siliguri Safari Park: এবার পশুরাজের নামকরণের জন্য়ও মামলা দায়ের হল হাইকোর্টে! গত সপ্তাহেই ঘটা করে ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাইজোলা জুওলজিক্যাল পার্ক থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছিল এক জোড়া সিংহ। তাদের নামকরণ করা হয় আকবর ও সীতা। যা নিয়েই ঘোর আপত্তি বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি)। সিংহীর নামবদলের জন্য় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভিএইচপি!
স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারি পার্কের ডাইরেক্টরকে এই মামলার পার্টি করা হয়েছে। সূত্রের খবর, আগামী ২০ তারিখ এই মামলার শুনানি হবে।
সিংহীর নাম সীতা হওয়ায় কেন আপত্তি বিশ্ব বিন্দু পরিষদের?
আকবর ছিলেন উপমহাদেশের বিখ্যাত মুঘল সম্রাটদের একজন। অন্যদিকে সীতা, বাল্মীকির রামায়ণের একটি চরিত্র এবং হিন্দু ধর্মে একজন দেবতা হিসেবে বিবেচিত। ফলে হিন্দু ধর্মের দেবীর নামে কোনও পশুর নামকরণ ধর্মের প্রতি চরম আঘাত ও অবমাননা।
আরও পড়ুন- Pak choi Farming: বাড়িতেই কারবার, নামমাত্র খরচেই চটজলদি বিপুল রোজগার, বেকারদের দিশা দেখাচ্ছেন এই ব্যক্তি
বিশ্ব হিন্দু পরিষদের তরফে দাবি করা হয়, বেঙ্গল সাফারি পার্কে সিংহীর নাম সীতা রাখা আসলে আমাদের হিন্দু ধর্মের ওপর আঘাত করা। এই নাম নিয়ে তীব্র আপত্তি রয়েছে। তাই সংগঠন উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে।
আরও পড়ুন- WB Topper JEE Main 2024: ইস্পাতকঠিন সংকল্পে স্বপ্নাতীত সাফল্য মুঠোয়, সর্বভারতীয়স্তরে শ্রেষ্ঠত্বের চূড়োয় বঙ্গসন্তান