Advertisment

লক্ষ্মীপুজোর আগে ৭০০ ছুঁইছুঁই রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ! শীর্ষে সেই কলকাতা

Bengal Covid Daily Update: রাজ্যে এই মুহূর্তে সক্রিয় সংক্রমণ ৭৪১৬, সুস্থতার হার ৯৮.৩৩%।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal, Now, only United Kingdom fliers to be tested for Covid

আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা রাজ্যের।

Bengal Covid Daily Update: লক্ষ্মীপুজোর আগে ফের ৭০০ ছুঁইছুঁই করোনার দৈনিক সংক্রমণ। তবে সামান্য কমেছে দৈনিক মৃত্যু। একদিনে রাজ্যে সংক্রমিত ৬৯০, মৃত ১২। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮৩ জন। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় সংক্রমণ ৭৪১৬, সুস্থতার হার ৯৮.৩৩%। ১৮ অক্টোবর পর্যন্ত রাজ্যে সংক্রমিত ১৫,৮১,২২০, মৃত ১৮, ৯৮৯। পাশাপাশি দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে সেই কলকাতা। শহরে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৪ জন। তারপরেই উত্তর ২৪ পরগনা (১০২), হুগলি (৬৭), হাওড়া (৫১), দক্ষিণ ২৪ পরগনা (৪৮)।

Advertisment

এদিকে, আগামি সপ্তাহে কোভ্যাক্সিন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে হু। ২৬ অক্টোবর বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিটি। তারাই ভারত বায়োটেক-আইসিএমআর তৈরি এই টিকার ভবিষ্যৎ স্থির করবে। জরুরিকালীন ভিত্তিতে এই টিকা করোনার প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যায় কিনা? সেই প্রশ্নের জবাব মিলবে ২৬ অক্টোবর। এমনটাই ট্যুইট করে জানান হুয়ের প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন।

জানা গিয়েছে, ১৯ এপ্রিল ইওআই নথি হু-কে জমা দিয়েছে ভারত বায়োটেক। অপরদিকে, পুজো শেষে দেশব্যাপী করোনা স্বস্তি। দেশের দৈনিক কোভিড-গ্রাফ নিম্নমুখী। আরও কমল অ্যাক্টিভ কেস। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৯৬ জন। গত ২২১ দিনের মধ্যে এটাই দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। একদিনে দেশে করোনার বলি আরও ১৬৬। তবে সংক্রমণ পরিস্থিতি খানিকটা হলেও নাগালে রয়েছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। গত ২৪ দিন ধরে দেশের দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে রয়েছে।

করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্ক এখনও যায়নি। তবে পরপর বেশ কিছুদিন ধরেই দেশের কোভিড-গ্রাফ স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩১৫।

তবে বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ৬৯৪। কমছে করোনা অ্যাক্টিভ কেস। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৫২ হাজার ২৯০। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশের সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.৫৬ শতাংশ। গতকালের চেয়ে এদিন উল্লেখ্যযোগ্যভাবে কমেছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যাও।

এই মুহূর্তে দেশে দৈনিক করোনা পজিটিভিটি রেট ১.৩৭ শতাংশ। গত ৪৯ দিন ধরে করোনা পজিটিভিটি রেট তিন শতাংশেরও নীচে রয়েছে। এই মুহূর্তে দেশে দেশে সাপ্তাহিক করোনা পজিটিভিটি রেটও ১.৩৭ শতাংশ। গত ১১৫ দিন ধরে এটিও তিন শতাংশের নীচে রয়েছে। ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছে ৩ কোটি ৩৪ লক্ষ ৩৯ হাজার ৩৩১ জন। এই মুহূর্তে দেশে করোনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।

করোনার প্রথম ধাক্কা সামলে ওঠার পরপরই সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। ২০২০-এর ৭ অগাস্ট দেশের মোট সংক্রমণ ২০ লক্ষের গণ্ডি ছাড়িয়েছিল। সে বছরেরই ২৮ সেপ্টেম্বর দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৬০ লক্ষের গণ্ডি অতিক্রম করে। শেষমেশ গত নভেম্বরের ২০ তারিখ দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যায়। চলতি বছরের জুন মাসে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে যায়।

 ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Daily Corona cases Kolkata corona Bengal Corona today
Advertisment