Bengal Covid Daily Update: ফের সাড়ে ৭০০-র গেঁরোতে আটকে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। মাঝে শুধু একদিন ৭০০-র নীচে নেমেছিল সংক্রমণ। কিন্তু একদিনে নতুন করে সংক্রমিত ৭৪৮ জন, মৃত ১৪ জন। রাজ্যে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত ১৫,৬৮,৩২১, মৃত ১৮,৭৭৮। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪০ জন, এযাবৎকাল মোট সুস্থ হয়েছেন প্রায় ১৫ লক্ষ ৪২ হাজার মানুষ। সুস্থতার হার ৯৮.৩২%, সক্রিয় সংক্রমণ ৭৫৮০।
এদিকে, দৈনিক সংক্রমণের নিরিখে এখন নবান্নের উদ্বেগের কারণ দক্ষিণবঙ্গ। শীর্ষে কলকাতা, তারপরেই দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলী এবং নদিয়া।
দৈনিক করোনা সংক্রমণে স্বস্তি দেশে। পরপর দুদিন ২০ হাজারের নীচে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে উদ্বেগ বাড়াল মৃত্যু। গতকালের থেকে কিছুটা বেড়েছে মৃত্যুর সংখ্যা। সব রাজ্যে সংক্রমণ-মৃত্যু কমলেও কেরলে পরিস্থিতি ঊর্ধ্বমুখী। যা নিয়ে চিন্তায় কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ১৮,৮৭০ জন। মৃত্যু হয়েছে ৩৭৮ জনের। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ১৭৯। ঊর্ধ্বমুখী মৃত্যু চিন্তা বাড়াচ্ছে। দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি কেরলে। দক্ষিণের এই রাজ্যে একদিন আক্রান্ত ১২ হাজার ছুঁইছুঁই। মৃত্যু হয়েছে ১৪৯ জনের। কেরলের লাগামহীন সংক্রমণ চিন্তায় রেখেছে কেন্দ্রকে।
এদিকে, টিকাকরণ অভিযান শুরুর পর আট মাসে ভারতের ২৫ শতাংশ প্রাপ্তবয়স্কের সম্পূর্ণ টিকাকরণ হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশজুড়ে ৫৩ লক্ষের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। দেশে ৮৭.৫৯ কোটি মানুষের টিকাকরণ হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দেশের ৬৮ শতাংশ প্রাপ্তবয়স্ক প্রথম ডোজ পেয়েছেন এবং ২৪.৬১ শতাংশ দুটি ডোজই পেয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন