Advertisment

৭৫০-র কাছেই রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ! পুজোয় ভিড় নিয়ন্ত্রণ চেয়ে কোর্টে মামলা

Bengal Covid Daily Update: দৈনিক করোনা সংক্রমণের বিচারে শীর্ষে কলকাতা। তারপরে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া এবং হুগলি।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 6,650 new COVID19 cases 24 december 2021

দৈনিক সংক্রমণ কমলেও ঘুম কাড়ছে ডেল্টা।

Bengal Covid Daily Update: সামান্য কমলেও সাড়ে ৭৫০-র কাছেই রাজ্যের দৈনিক সংক্রমণ। একদিনে সংক্রমিত ৭৪৪, মৃত ১৩। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট সংক্রমিত ১৫,৬৪,৮৮৩ জন এবং মোট মৃত ১৮, ৭১৬ জন। সক্রিয় সংক্রমণ ৭৬৮৯ জন, একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪৬ জন। সুস্থতার হার ৯৮.৩১%।  

Advertisment

এদিকে, দৈনিক সংক্রমণের নিরিখে নবান্নকে উদ্বেগে রাখছে দক্ষিণবঙ্গ। দৈনিক করোনা সংক্রমণের বিচারে শীর্ষে কলকাতা। তারপরে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া এবং হুগলি। এই আবহে পুজোর সময় জমায়েত নিয়ন্ত্রণে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। গতবার পুজো আয়জনে হাইকোর্টের একটি নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। এবারের জনস্বার্থ মামলা প্রসঙ্গে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন,’গত বছরের হাইকোর্টের নির্দেশিকা এবারের পুজোতেও কার্যকর হোক। অক্টোবরের তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।‘

যদিও প্রশাসনিক তরফে পুজো আয়োজন এবং জমায়ে নিয়ে কোনও স্পষ্ট নির্দেশিকা দেয়নি নবান্ন। এদিকে, করোনার তৃতীয় ঢেউ নিয়ে দেশজুড়ে চলা আতঙ্কের আবহে প্রতিনিদিন ওঠানামা করছে দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে সংক্রমণ। করেনা সক্রিয় রোগীর সংখ্যাও নিম্নমুখী। তবে একদিনে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেশ খানিকটা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে।

করোনার করাল গ্রাস থেকে মুক্তি মিলছে না। একটানা প্রায় দু’বছর ধরে করোনার দাপট জারি। সংক্রমণের দ্বিতীয় ধাক্কায় তছনছ হয়ে গিয়েছিল গোটা দেশ। রাজ্যে-রাজ্যে সংক্রমণের বিদ্যুৎ গতিতে লাগাম টানতে দিশেহারা দশা তৈরি হয়েছিল। এবার আতঙ্ক বাড়াচ্ছে করোনার থার্ড ওয়েভ। সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি কোনও সময়ে দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই আবহেই করোনার দৈনিক সংক্রমণের ওঠানামা জারি। একটানা বেশ কয়েকদিন করোনার দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে ছিল। তবে গতকাল থেকে ফের বাড়তে শুরু করে সংক্রমণ। সামান্য কমলেও দৈনিক সংক্রমণ এখনও ৩১ হাজারের বেশি রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Calcutta High Court Daily Corona cases PIL on Puja
Advertisment