দেবীপক্ষের সূচনায় প্রায় ৮০০ ছুঁইছুঁই সংক্রমণ! উদ্বেগের কারণ দক্ষিণবঙ্গ

Bengal Covid Daily Update: গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিত ৭৮৬ জন, মৃত ১৫। একদিনে সুস্থ হয়েছেন ৭৫৫ জন, সুস্থতার হার ৯৮.৩২%।

Bengal Covid Daily Update: গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিত ৭৮৬ জন, মৃত ১৫। একদিনে সুস্থ হয়েছেন ৭৫৫ জন, সুস্থতার হার ৯৮.৩২%।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 13,154 new COVID19 cases 30 December 2021

গতকালের চেয়ে এদিন করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ৪ হাজার।

Bengal Covid Daily Update: দেবীপক্ষের শুভ সূচনাতেও করোনার দৈনিক সংক্রমণ এবং মৃত্যু থেকে নিস্তার নেই। রাজ্যে একধাক্কায় অনেকটা বেড়ে দৈনিক সংক্রমণ প্রায় ৮০০ ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিত ৭৮৬ জন, মৃত ১৫। একদিনে সুস্থ হয়েছেন ৭৫৫ জন, সুস্থতার হার ৯৮.৩২%। ৬ অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট সংক্রমিত এবং মৃত—১৫,৭৩,২৪৬ এবং ১৮,৮৬৩। রাজ্যে এখনও পর্যন্ত সক্রিয় সংক্রমণ ৭৫৯১।

Advertisment

এদিকে, সংক্রমণের নিরিখে নবান্নের উদ্বেগ ক্রমেই বাড়াচ্ছে দক্ষিণবঙ্গ। দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা, তারপরেই উত্তর ২৪ পরগনা এবং হাওড়া। এরপরেই রয়েছে হুগলী, দক্ষিণ ২৪ পরগনা  এবং নদিয়া। অর্থাৎ কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোকে ঘিরে করোনার বাড়ন্ত চিন্তায় রাখছে স্বাস্থ দফতরকে।   

Bengal Corona Daily Corona cases Kolkata corona