Advertisment

গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা! বাংলায় দুই হাজার পেরলো দৈনিক করোনা আক্রান্ত, কলকাতারই ৫০%

Bengal Covid Daily Update: এই মুহূর্তে বাংলায় সংক্রমণের হার ৫.৪৭%।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Covid-19 Omicron Live Updates 19 january 2022

ফাইল ছবি

Bengal Covid Daily Update: ২৪ ঘণ্টায় প্রায় দ্বিগুণ বাড়ল বাংলায় দৈনিক করোনা সংক্রমণ। একই হারে আক্রান্ত কলকাতাও। স্বাস্থ্য দফতর সুত্রে খবর, একদিনে রাজ্যে সংক্রমিত ২১২৮ জন, মৃত ১২। জানা গিয়েছে, ওমিক্রনের চোখ রাঙানির মধ্যে সংক্রমণে বাংলা লংজাম্প দেখলেও, একই রয়েছে মৃত্যু সংখ্যা। পাশাপাশি ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৬৭ জন, সুস্থতার হার ৯৮.৩৩%। ব্যাপক বেড়েছে সক্রিয় সংক্রমণও। রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ সংক্রমণ ৮৭৭৬। দীর্ঘ দিন ৮ হাজারের নীচে ছিল রাজ্যের সক্রিয় সংক্রমণ। কিন্তু ২৪ ঘণ্টায় একধাক্কায় ১০০০ বেড়েছে বাংলার অ্যাক্টিভ কেস।

Advertisment

এদিকে, দৈনিক সংক্রমণ এবং অ্যাক্টিভ কেসের সঙ্গেই রাজ্যে বেড়েছে আক্রান্তের হার। এই মুহূর্তে বাংলায় সংক্রমণের হার ৫.৪৭%। উদ্বেগজনক ভাবে রাজ্যের সংক্রমণের হার ৫% পেরোনোয় ফের সিঁদুরে মেঘ দেখছেন বাংলার চিকিৎসক মহল।

রাজ্যের সঙ্গেই দৈনিক সংক্রমণে লংজাম্প কলকাতার। শহরেও বুধবারের তুলনায় বৃহস্পতিবার দ্বিগুণ বেড়েছে সংক্রমণ। বুধবার কলকাতায় দৈনিক সংক্রমণ ছিল ৫৪০। লক্ষ্মীবারে সেই সংক্রমণ বেড়ে ১০৯০। পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনা (৩১৫) এবং হাওড়াও (১৫৮)। এরপরেই দক্ষিণ ২৪ পরগনা (১০৬) এবং হুগলি (৯১)।  

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, বুধবার দৈনিক সংক্রমিত ছিলেন ১০৮৯ জন। কলকাতায় সংক্রমিত ছিলেন ৫৪০ জন আর উত্তর ২৪ পরগনায় ১৪৫ জন। মঙ্গলবার দৈনিক আক্রান্ত ছিলেন ৭৫২ জন। কলকাতায় আক্রান্ত ছিলেন ৩৮২ জন আর উত্তর ২৪ পরগনায় ১০২ জন। সপ্তাহের প্রথম কাজের দিন অর্থাৎ সোমবার রাজ্যে দৈনিক সংক্রমিত ছিলেন  ৪৩৯ জন। কলকাতায় আক্রান্ত ছিলেন ২০৪ জন আর উত্তর ২৪ পরগনায় ছিলেন ৭৭ জন।  

ইতিমধ্যে ক্রমশ পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে পশ্চিমবঙ্গে। করোনা সংক্রমণের নিরিখে দেশে চতুর্থ স্থানে রাজ্য। দেশের ৮টি জেলার মধ্যে কলকাতায় পজিটিভিটি রেট ৮.৫ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.৪৫ থেকে বেড়ে ৩.১ শতাংশ হয়েছে। বাংলায় এখনও পর্যন্ত ১১ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। সাংবাদিক বৈঠকে জানালেন কেন্দ্রীয় যুগ্ম স্বাস্থ্যসচিব লব আগরওয়াল।

এদিন তিনি বলেন, প্রত্যেক রাজ্যের সঙ্গে করোনা মোকাবিলা নিয়ে কথা হচ্ছে। মহারাষ্ট্রে পজিটিভিটি রেট অনেকটাই বেড়েছে। পশ্চিমবঙ্গেও সংক্রমণ লাফিয়ে বাড়ছে। কেরলেও পজিটিভিটি রেট অনেকটাই বেড়েছে। সংক্রমণ উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে গুজরাট, দিল্লিতে। অবিলম্বে করোনা বিধি মানতে কড়াকড়ি প্রয়োজন। পশ্চিমবঙ্গে-সহ ১০টি রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে।

এদিকে, ওমিক্রন উদ্বেগের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করল রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবনের পর্যবেক্ষণে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। সূত্রের খবর, সপ্তাহ খানেকের মধ্যেই রাজ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা স্বাস্থ্য দফতরের। দিল্লির মতো কলকাতাতেও গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত মিলেছে। তৃতীয় ঢেউয়ে দৈনিক ৩০-৩৫ হাজার সংক্রমণের পূর্বাভাস স্বাস্থ্য দফতরের। আবার মার্চ-এপ্রিলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Infection Rate Kolkata corona
Advertisment