Advertisment

একদিনে রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু! উদ্বেগজনক কলকাতা ও দুই ২৪ পরগনা

Bengal Covid Update: দৈনিক সংক্রমণ ৬০০ পার করেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬০১ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 1,79,723 fresh Covid 19 cases, 4,033 Omicron cases 10 january 2022

দেশজুড়ে গতকালের চেয়ে প্রায় ২০ হাজার বাড়ল দৈনিক সংক্রমণ।

Bengal Covid Update: উৎসবের মরশুম যতই এগোচ্ছে, রাজ্যে ওঠানামা করছে করোনা গ্রাফ। সোমবার অনেকটা একধাক্কায় কমেছিল দৈনিক সংক্রমণ। মঙ্গলবার আবআর উলটো চিত্র। অনেকটা বেড়ে দৈনিক সংক্রমণ ৬০০ পার করেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬০১ জন। তবে সংক্রমণ বাড়লেও, কিছুটা স্বস্তি দিয়ে কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মৃত ৭ জন।

Advertisment

দৈনিক সংক্রমণের নিরিখে স্বাস্থ্য দফতরকে উদ্বেগে রাখছে দক্ষিণবঙ্গই। তালিকায় প্রথম স্থানে কলকাতা, দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এরপরেই দক্ষিণ ২৪ পরগনা, হুগলী এবং নদিয়া। উত্তরবঙ্গের বিচারে সংক্রমণ উদ্বেগজনক দার্জিলিংয়ে।

এদিকে, সপ্তাহের দ্বিতীয় দিনে বেশ খানিকটা কমল দেশের দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২২২ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেশ খানিকটা কমার পাশাপাশি কমেছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যাও।

করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার কালো মেঘ সর্বত্র। উৎসবের মরশুমে দেশের বিভিন্ন প্রান্তে সংক্রমণ একধাক্কায় বেশ খানিকটা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে কেন্দ্র। সেই কারণেই রাজ্যগুলিকে বাড়তি তৎপরতা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে, মঙ্গলবার সকালের কোভিড আপডেট বেশ খানিকটা স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩১ হাজারের কিছু বেশি মানুষ। একদিনে দেশে করোনার বলি আরও ২৯০।

অপরদিকে, করোনা টিকা কিংবা সংক্রমণের জেরে দেহে তৈরি হওয়া প্রতিরোধ ভাঙতে সক্ষম ডেল্টা প্রজাতি। নেচার পত্রিকার সাম্প্রতিক সমীক্ষায় এমন ইঙ্গিত দেওয়া হয়েছ। করোনার মূল প্রজাতির চেয়ে ৮ গুণ বেশি শক্তিশালী ডেল্টা প্রজাতি। এর প্রভাবে অ্যাস্ট্রাজেনেকে কিংবা ফাইজার টিকার প্রতিরোধ সহজেই ভেঙে যায়। পাশাপাশি সংক্রমিত ব্যক্তিকে পুনরায় সংক্রমিত করতে ডেল্টা ৬ গুণ বেশি স্বছন্দ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন   টেলিগ্রামেপড়তে থাকুন

Bengal Corona Daily Cases Kolkata corona
Advertisment