Bengal Covid Daily Update: রাজ্যে একধাক্কায় অনেক কমল করোনার দৈনিক সংক্রমণ। তবে সামান্য বেড়েছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৩৯ জন, মৃত ১০। গত কয়েকদিন যাবৎ মৃতের সংখ্যা এক অঙ্কের ঘরে ছিল। কিন্তু সোমবারে কোভিড আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা একটু হলেও উদ্বেগ বাড়িয়েছে। জানা গিয়েছে, একদিনে সুস্থ হয়েছেন ৪৪৬ জন, সুস্থতার হার ৯৮.৩৩%। রাজ্যে সক্রিয় সংক্রমণ কমে ৭৪৩৩। তবে উৎসব আবহে বেড়ে গিয়েছে সংক্রমণের হার। রাজ্যের এই মুহূর্তে আক্রান্তের হার ২.৫২%।
জেলাভিত্তিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (২০৪), তারপরেই উত্তর ২৪ পরগনা (৭৭)। সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রিত দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির। এদিকে, করোনা নির্মূল হয়নি। বাড়ছে ওমিক্রন সংক্রমণও। তবুও মানুষ যে সচেতন হয়নি তা বড়দিনের পার্কস্ট্রিট সহ নানা জায়গার প্রবল ভিড়ই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাহলে কী সংক্রমণ রোধে ফের রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধই বেছে নেবে নবান্ন? সে নিয়ে সোমবার নবান্নে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী।
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা চলছিল নবান্নে। তখনই ওমিক্রন নিয়ে সতর্কবাণী শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। প্রশাসনকে তাঁর নির্দেশ, ‘কোভিডকে মাথায় রেখো। বাইরে থেকে সব নিয়ে চলে আসছে। সেটা মনে হয় একটু রেস্ট্রিকশন… আবার মনে হয়, ওদিকে যেতে হতে পারে আমাদের, একটু বিধিনিষেধের দিকে যেতে হতে পারে।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও কিছু হয়নি। কিন্তু কিছু কিছু কেস আসছে বাইরে থেকে। ধরো একটা প্লেন আসছে। একজনের ধরা পড়েছে। কিন্তু আসছেন তো আরও ৩০০ জন। সেই ৩০০ জনন গিয়ে মিলছেন আরও তিন হাজার জনের সঙ্গে। সুতরাং, এটা আমাদের দেখতে হবে। এখন থেকে সতর্ক হতে হবে।’
এর আগে পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কে উথসবের সূচনায় গিয়েও মুখ্যমন্ত্রী ওমিক্রন নিয়ে সচেতন করেছিলেন। সকলকে মাস্ক ব্যবহার ও দূরত্ববিধি বজায় রাখার আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু বড়দিনের ভিড় দেখে মনে হয়নি মুখ্যমন্ত্রীর কথায় হুজুকে রাজ্যবাসী কর্ণপাত করেছেন। ফলে সংক্রমণ বাড়লেই এবার আবারও বিধিনিষেধ দোরাল করার পথেই যে প্রশাসন হাঁটবে, এ দিন তারই ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন