Bengal Covid Daily Update: রাজ্যে একদিনে কমল সংক্রমণ এবং মৃত্যু। ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫৮৩, মৃত ৬। একদিনে সুস্থ হয়েছেন ৫৯১ জন, সুস্থতার হার ৯৮.৩৩%। কমছে সক্রিয় সংক্রমণ। বাংলায় এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৭৫৪৮, আক্রান্তের হার দুইয়ের নীচে (১.৫৯%)।
এদিকে, জেলাভিত্তিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (২১৭)। তারপর উত্তর ২৪ পরগনা (১০৮), দক্ষিণ ২৪ পরগনা (৪৪), হুগলি (৩৯) এবং হাওড়া (২৩)। ওমিক্রন নিয়ে আতঙ্কের মধ্যেই দেশের দৈনিক করোনা পরিসংখ্যানে আরও স্বস্তি। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করকোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৭৪ জন। যা গতকালের তুলনায় কম। দৈনিক করোনামুক্তির হার ৮ হাজার ৪৬৪ জন। অর্থাৎ বাড়ছে সুস্থতার হার।
কোভিডে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে মৃত্যু হয়েছে ৩০৬ জনের। যা আগের দিনের তুলনায় কম। এখনও পর্যন্ত করোনায় ভারতে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৫ হাজার ৪৩৪ জন। বর্তমানে কোভিডে দেশে মৃত্যুহার ১.৩৭ শতাংশ।
দেশে কমেছে করোনার সক্রিয় রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৯২ হাজার ২৮২ জন।
এমিক্রণ সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার ও টিকাকরণকে পাখির চোখ করা হয়েছে। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৩২ কোটি ৯৩ লক্ষ ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। শনিবার ৮৯ লক্ষের বেশি টিকাকরণ হয়েছে। দৈনিক নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষের ৮৯ হাজার ৪৫৯ জনের।
সরকারি হিসাব অনুযায়ী দেসে বর্তমানে ওমিক্রন আক্রন্ত রয়েছেন ৩৩ জন। তবে, করোনার এই নয়া ভ্যারিয়েন্টে এখনই ভয়ানক আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার ডিরেক্টর পুণম ক্ষেত্রপাল। আগেই মাস্ক ও কোভিডবিধি মেনে চলার পরামর্শ দিয়েছিলেন কেন্দ্র গঠিত কোভিড-১৯ টাস্ক ফোর্সের প্রধান ডাঃ ভি কে পাল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন