Advertisment

রাজ্যে অনেক কমলো করোনার দৈনিক সংক্রমণ! সংক্রমিত সাড়ে ৫০০-র নীচে

Bengal Covid Daily Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ৫৩৭ জন। খানিকটা বেড়ে মৃত ১৪ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 11,451 new COVID19 cases 8 November 2021

ফাইল ছবি।

Bengal Covid Daily Update: বাংলায় একধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা সংক্রমণ। একদিনে সাড়ে ৫০০-র নীচে সংক্রমণ। স্বাস্থ্য দফতরে বুলেটিনে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ৫৩৭ জন। খানিকটা বেড়ে মৃত ১৪ জন। জানা গিয়েছে, একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯২ জন। সুস্থতার হার ৯৮.৩১%, পাশাপাশি সংক্রমণের হার ২%-এর নীচে।

Advertisment

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে মোট সংক্রমিত ১৫, ৬২,৭১০ এবং মোট মৃত ১৮, ৬৭৮ জন। ২১ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫,৩৬, ২৯১ জন। ২১ সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয় সংক্রমণ ৭৭৪১।  গতকালের তুলনায় সামান্য কমল দেশের দৈনিক সংক্রমণ। তবে বড়সড় স্বস্তি করোনা অ্যাক্টিভ কেসে। গত ৬ মাসে এদিনই সর্বনিম্ন করোনা সক্রিয় রোগীর সংখ্যা। গতকালও দেশের করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৩২ হাজারের বেশি ছিল। সোমবার সেই পরিসংখ্যান নেমেছে ৩ লক্ষ ১৮ হাজারে। দেশের অধিকাংশ রাজ্যেই বেশ কিছুটা নিয়ন্ত্রণে সংক্রমণ। তবে চিন্তা বাড়াচ্ছে কেরল। একাধিক বিধি-নিষেধ আরোপেও কেরলে লাগামহীন সংক্রমণ। গোটা দেশে একদিনে সংক্রমিত ৩০ হাজার ২৫৬। তার মধ্যে শুধু কেরলেই গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১৯ হাজারের বেশি।

করোনাকালে এবছরের মতো রবিবার শেষ হয়েছে গণেশ উৎসব। মহারাষ্ট্র-সহ দেশের একাধিক রাজ্যেই গণপতি বাপ্পার বিসর্জন পালা শেষ হয়েছে রবিবারেই। একটানা ১০ দিন ধরে মহারাষ্ট্রে ধুমধাম করে পালিত হয় গণেশ চতুর্থী। তবে করোনার জেরে গতবারের মতো এবারও মারাঠাভূমে অনাড়াম্বরভাবেই গণেশ পুজো পালিত হয়েছে। করোনার জেরে এবারও কড়া বিধি-নিষেধ জারি করেছিল মহারাষ্ট্র সরকার। গণেশ পুজোকে কেন্দ্র করে যে কোনও ধরনের জমায়েতই ছিল নিষিদ্ধ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bengal Corona Daily Update
Advertisment