Advertisment

রাজ্যে একধাক্কায় অনেকটা কমল করোনার দৈনিক সংক্রমণ! সক্রিয় সংক্রমণও নিম্নমুখী

Bengal Covid Daily Update: রাজ্যে একদিনে সংক্রমিত ৬৩৫ জন, মৃত ১১। রাজ্যে মোট সংক্রমিত ১৫,৬১, ৬৪৯, মোট মৃত ১৮, ৬৫২।

author-image
IE Bangla Web Desk
New Update
corona india daily case report 9 december 2021

প্রতীকী ছবি

Bengal Covid Daily Update: একধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক সংক্রমণ। জানা গিয়েছে, রাজ্যে একদিনে সংক্রমিত ৬৩৫ জন, মৃত ১১। রাজ্যে মোট সংক্রমিত ১৫,৬১, ৬৪৯, মোট মৃত ১৮, ৬৫২। সংক্রমণ কমার সঙ্গেই রাজ্যে ৮ হাজারের নীচে সক্রিয় সংক্রমণ। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে সক্রিয় সংক্রমণ ৭৯০৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮৫ জন।

Advertisment

এদিকে, গত কয়েকদিন দৈনিক সংক্রমণ ৭০০-এর উপর ঘোরাফেরা করছিল। সেই সংখ্যা একটা সময় সাড়ে ৭৫০ পেরিয়েছিল। সেই ট্রেন্ড থেকে বেরিয়ে রবিবারের দৈনিক সংক্রমণে কিছুটা উদ্বেগ কমেছে স্বাস্থ্য দফতর।

অপরদিকে, দেশে করোনা স্বস্তি। এক লাফে বেশ খানিকটা কমল দৈনিক সংক্রমণ। কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। দেশে রেকর্ড সংখ্যায় টিকাকরণের ঠিক পরপরই করেনা অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় ৯ হাজার কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ৭৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আগের দিনের তুলনায় যা অনেকটাই কম। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০৯ জনের।

শুক্রবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। মোদীর জন্মদিনে দেশের আড়াই কোটিরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। রেকর্ড সংখ্যায় টিকাকরণের পরপরই দেশের সার্বিক করোনা পরিস্থিতি কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী একদিনে প্রায় ৫ হাজার কমেছে দৈনিক সংক্রমণ।

শনিবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩৪ লক্ষ ৪৮ হাজার ১৬৩। যাঁদের মধ্যে ৩ কোটি ২৬ লক্ষ ৭১ হাজার ১৬৭ জনই করোনামুক্ত হয়েছেন। দেশে বর্তমানে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৩২ হাজার ১৫৮। করোনায় দেশে মৃত্যু বেড়ে ৪ লক্ষ ৪৪ হাজার ৮৩৮। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই দেশের ৮০ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৩৩১ জনের টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ৮৫ লক্ষ ৪২ হাজার ৭৩২ জন করোনার টিকা পেয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bengal Corona Daily Cases
Advertisment