Bengal Covid Daily Update: রাজ্যে অনেকটাই কমল করোনায় দৈনিক সংক্রমণ। একদিনে সংক্রমিত ৬০১ জন, মৃত ১২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭২ জন, রাজ্যে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭৬০৪। ৪ অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ১৫,৭১,৮৪১, মোট মৃত ১৮,৮৩৭।
এদিকে, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা, তারপরেই উত্তর ২৪ পরগনা। এদিকে, উৎসবের মরশুমের মুখে দেশে নিম্নমুখী কোভিড-গ্রাফ। আবারও কমল দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত ২০ হাজার ৭৯৯ জন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে একদিনে করোনায় মৃত্যু ১৮০ জনের। গত ২০০ দিনের মধ্যে এদিনই সবচেয়ে কম করোনা অ্যাক্টিভ কেস।
চলতি সপ্তাহের শেষ থেকেই দেশজুড়ে শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরশুম। তার আগে পরপর বেশ কয়েকদিন ধরেই দেশের কোভিড-গ্রাফে পতন। স্বাস্থ্যমন্ত্রকের এই পরিসংখ্যান রীতিমতো স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০ হাজার ৭৯৯ জন। একদিনে করোনামুক্ত হয়েছেন ২৬ হাজার ৭১৮ জন। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস কমে ২ লক্ষ ৬৪ হাজার ৪৫৮। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪৮ হাজার ৯৯৭। এখনও পর্যন্ত দেশের ৯০ কোটি ৭৯ লক্ষ ৩২ হাজার ৮৬১ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩৮ লক্ষ ৩৪ হাজার ৭০২।
বিশেষজ্ঞদের একাংশ বলছেন, টিকাকরণে গতি আসতেই করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। একটানা বেশ কিছুদিন ধরেই দেশের দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে রয়েছে। এর আগে দেশে দৈনিক করোনা পজিটিভিটি রেট ছিল ২.১ শতাংশ। গত ৩৫ দিন ধরে এই রেট তিন শতাংশের নীচে রয়েছে। সাপ্তাহিক করোনা পজিটিভিটি রেট ছিল ১.৬৩ শতাংশ। গত ১০১ দিন ধরে এই রেটও তিন শতাংশের নীচে রয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে। এখনও পর্যন্ত দেশের ৩ কোটি ৩১ লক্ষ ২১ হাজার ২৪৭ জন করোনামুক্ত হয়েছেন। বর্তমানে দেশে করোনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন