Advertisment

গত ২৪ ঘণ্টায় ব্যাপক কমল দৈনিক সংক্রমণ! তিন দিন পর রাজ্যে ৬০০-র নীচে সংক্রমণ

Bengal Covid Update: রাজ্যে একদিনে ৫০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক মৃত্যু ১৩ জনের।

author-image
IE Bangla Web Desk
New Update
Covid 19 in Bengal, Gujrat Corona, Corona india, Oxygen, Maharshtra

রাজ্যে পরপর তিন দিন করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। ফাইল ছবি

Bengal Covid Update: রাজ্যে একদিনে ব্যাপক হারে কমল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫০৫ জন। পরপর দুই দিন ৭০০-র উপর সংক্রমণ থাকায় গত একদিনে রেকর্ড সংখ্যায় কমেছে দৈনিক সংক্রমণ। শেষ শুক্রবার ৬৮৬ ছিল রাজ্যের দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন মোতাবেক, রাজ্যে একদিনে ৫০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক মৃত্যু ১৩ জনের। অর্থাৎ রাজ্যে এখন মোট সংক্রমিতের সংখ্যা সাড়ে ১৫ লক্ষের কিছু বেশি। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬৪ জন। এই সংখ্যা ধরে রাজ্যে মোট সংক্রমণমুক্ত হয়েছেন ১৫ লক্ষ ২৫ হাজার ৫৮১ জন।  

Advertisment

এদিকে, সপ্তাহের শুরুতেই বেশ খানিকটা কমল দেশের দৈনিক সংক্রমণ। কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৩৯ হাজার। একদিন নতুন করে দেশে করোনার বলি আরও ২১৯। তবে করোনায় মৃতের এই পরিসংখ্যান গত ১৬৭ দিনের মধ্যে সর্বনিম্ন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে করোনায় মৃত্যুর হার কমে ১.৩৩ শতাংশ।

গত কয়েকদিন ধরেই করোনার দৈনিক সংক্রমণ ওঠানামা করছিল। তবে সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যান স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ২১৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৪৩ হাজার ৯০৩ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৮৭৪। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬২১। যাঁদের মধ্যে ৩ কোটি ২১ লক্ষ ৮১ হাজার ৯৯৫ জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত মারণ ভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৪-০ হাজার ৭৫২ জনের।

করোনা নিয়ন্ত্রণে গোটা দেশেই জোরদার তৎপরতার সঙ্গে টিকাকরণ কর্মসূচি চালিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি জানিয়েছেন সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রত্যেক দেশবাসীকে করোনার টিকা দিতে বদ্ধপরিকর। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি বলেছেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচি পরিচালনা করছে। এখনও পর্যন্ত দেশের ৬৯ কোটি মানুষকে বিনা মূল্যে টিকা দেওয়া হয়েছে।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন   টেলিগ্রামেপড়তে থাকুন

Health Department Bengal Corona Daily Corona cases
Advertisment