একটা সময় রাজ্যে সংক্রমণের হার ছিল ৩২%। টানা প্রায় ৪৫ দিন করোনাবিধি আরোপ করে রাজ্যে এখন সংক্রমণের হার ৩%-এর নীচে। পাল্লা দিয়ে কমেছে সক্রিয় এবং দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দফতরের প্রকাশ করা বুলেটিনে গত ২৪ ঘণ্টায় রায়ে সংক্রমিত ১,২৯৭। গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনায় রাজ্যে মৃত্যু হয়েছে ২০ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৬ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৭৯৯ জন।
জানা গিয়েছে, রবিবার সকাল পর্যন্ত রাজ্যে একদিনে সংক্রমিত ১,২৯৭ জন। সবচেয়ে বেশি সংক্রমিত উত্তর ২৪ পরগনায়। তারপরে পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং এবং কলকাতা। শনিবার দৈনিক সংক্রমণ নেমেছিল ১৪০০-এর নীচে। রবিবার আরও একশো কমে দৈনিক সংক্রমণ প্রায় ১৩০০। এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৭ জন। সক্রিয় রোগীর সংখ্যাও কমে ১৯ হাজারের নীচে। এদিন পর্যন্ত রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৮০।
বুলেটিন অনুযায়ী, রবিবার সংক্রমণ হার কমে ২.৬৬ শতাংশ। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৫২ হাজার ২২৪ জনের। সকাল ৮টায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার রাজ্যে টিকা পেয়েছেন ২ লক্ষ ৭০ হাজার ৯৮৮ জন। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন মোট ২ কোটি ২৫ লক্ষ ৯১ হাজার ৩৩৯। এদিকে, কোভিডে তৃতীয় ঢেউ আসন্ন, তবে তার আগে স্বস্তি দিচ্ছে করোনা গ্রাফ। টানা এক সপ্তাহ ঘরে দেশে দৈনিক সংক্রমণের হার ৫০ হাজারের নীচে রইল। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমিতের সংখ্যা ৪৩ হাজার ৭১ জন। যা গত দিনের তুনলায় কিছুটা কম। দৈনিক করোনামুক্তের সংখ্যা ৫২ হাজার ২৯৯ জন। কমছে সক্রিয় করোনা রোগীর হার। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০ জন। তবে শুক্রবারের তুলনায় শনিবার দেশে করোনায় মৃত্যু হার কিছুটা বেড়েছে। শনিবার কোভিড সংক্রমণে প্রাণ গিয়েছে ৯৫৫ জনের।
এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লক্ষ ৪৫ হাজার ৪৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯৬ লক্ষ ৫৮ হাজার ৭৮ জন। মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ অতিক্রান্ত। করোনায় ভারতে প্রাণ গিয়েছে ৪ লক্ষ ২ হাজার ৫ জনের। শনিবার দেশে ১৮ লক্ষ ৩৮ হাজার ৪৯০ নমুনা পরীক্ষা হয়েছে। দৈনিক টিকাকরণ হয়েছে ৩৫ কোটি ১২ লক্ষ ২১ হাজার ৩০৬ জনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন