Covid Infection in Bengal: রাজ্যে করোনা গ্রাফের লং জাম্প। একদিনে সংক্রমিত ৬ হাজার পার, মৃত রইল দুই সংখ্যার নীচে। ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬১৫৩, মৃত ৮। একদিনে সুস্থ হয়েছেন ২৪০৭ জন, সুস্থতার হার কমে ৯৭.৭%। প্রায় ৩ হাজার ৮০০ বেড়ে সক্রিয় রোগীর সংখ্যা ১৭, ০৩৮। উদ্বেগ বাড়িয়ে বেড়েই চলেছে সংক্রমণের হার (১৫.৯৩%)।
এদিকে, দৈনিক সংক্রমণের নিরিখে নবান্নের উদ্বেগের কারণ কলকাতা (৩১৯৪)। তারপরেই উত্তর ২৪ পরগনা (৯৯৪), হাওড়া (৫৯৫), দক্ষিণ ২৪ পরগনা (২৮০) এবং হুগলি (২১৫)। পিছিয়ে নেই নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলোয়। এমনকি, করোনার দৈনিক সংক্রমণ আতঙ্কের কারণ হতে পারে পর্যটকবান্ধব দার্জিলিংয়ের।
পাশাপাশি গত চারদিনে রাজ্যে চারগুণ বেড়েছে করোনার সংক্রমণ। বেড়ে চলা সংক্রমণে লাগাম পরাতে ফের একবার কড়া বিধি-নিষেধের পথে হাঁটল রাজ্য সরকার। আগামিকাল থেকেই জারি হচ্ছে অনির্দিষ্টকালীন এই বিধি-নিষেধ। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যসচিব।
আরও পড়ুন: সন্ধ্যার পর গড়াবে না লোকাল ট্রেনের চাকা, মেট্রো চলাচলে কী বিধি?
কাল থেকে কি কি বিধি-নিষেধ জারি হল? কোথায় নিয়ন্ত্রণ? দেখে নিন একনজরে
*রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। প্রশাসনিক কাজ চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে।
*সব সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে। ওয়ার্ক ফ্রম হোম-এ উৎসাহ দিতে হবে।
*কাল থেকেই বন্ধ সুইমিং পুল, স্পা, বিউটি পার্লার, সেলুন।
*সব চিড়িয়াখানা, বিনোদন পার্ক, পর্যটন কেন্দ্র বন্ধ।
*শপিং মল, মার্কেট কমপ্লেক্স রাত ১০টা পর্যন্ত ৫০ শতাংশ ক্রেতা নিয়ে খুলে রাখা যাবে।
*রেস্তোরাঁ, পানশালা ৫০ শতাংশ ক্রেতা নিয়ে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে।
আরও পড়ুন: বিধিনিষেধ কি পারবে সংক্রমণ ঠেকাতে? জানুন বিশেষজ্ঞদের মতামত
*দুয়ারে সরকার একমাস পিছোল, ১ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু
*রাত ১০টা পর্যন্ত সিনেমা হল, থিয়েটার ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু রাখা যাবে।
*সভা ও সেমিনারে সর্বোচ্চ ২০০ জন হাজির থাকতে পারবেন। কোনও প্রেক্ষাগৃহে সভা-বৈঠক হলে ৫০ শতাংশ আসন ভর্তি রাখা যাবে।
*সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন হাজির থাকতে পারবেন।
*বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি হাজিরায় নিষেধাজ্ঞা।
*শেষকৃত্যের কর্মসূচিতে ২০ জনের অধিক থাকতে পারবেন না।
*৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। সন্ধে সাতটার পর লোকাল ট্রেন বন্ধ।
*৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো।
*রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত গাড়ি চলাচল ও রাস্তায় যাতায়াত নিষিদ্ধ। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন