মহাষ্টমীতেও ঊর্ধ্বমুখী সংক্রমণ! একদিনে সংক্রমিত ৭৭১, কলকাতায় আক্রান্ত ২০৩

সংক্রমণের নিরিখে শীর্ষে সেই দক্ষিণবঙ্গের রাজ্যগুলো। আশঙ্কাজনক ভাবে একদিনে কলকাতায় সংক্রমিত ২০৩ জন।

সংক্রমণের নিরিখে শীর্ষে সেই দক্ষিণবঙ্গের রাজ্যগুলো। আশঙ্কাজনক ভাবে একদিনে কলকাতায় সংক্রমিত ২০৩ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 1,79,723 fresh Covid 19 cases, 4,033 Omicron cases 10 january 2022

দেশজুড়ে গতকালের চেয়ে প্রায় ২০ হাজার বাড়ল দৈনিক সংক্রমণ।

Bengal Covid Daily Update: শারদোৎসবে আবহে খুব একটা হেরফের ঘটেনি করোনার দৈনিক সংক্রমণে। মঙ্গলবারের মতো বুধবারেও সাড়ে ৭০০-র উপরে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭৭১, মৃত ১১। একদিনে সুস্থ হয়েছেন ৭৭৫ জন, সুস্থতার হার ৯৮.৩২%। ১৩ অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট সংক্রমিত ১৫,৭৮, ৪৮২, মোট মৃত ১৮,৯৩৫। রাজ্যে এখন সক্রিয় সংক্রমণ ৭৬৫৭।

Advertisment

এদিকে, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে সেই দক্ষিণবঙ্গের রাজ্যগুলো। আশঙ্কাজনক ভাবে একদিনে কলকাতায় সংক্রমিত ২০৩ জন। তারপরেই উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া।  

অপরদিকে, করোনা আবহে উৎসবে বাড়তে পারে সংক্রমণ। আশঙ্কা ছিল। উৎসব উদযাপনে নির্দেশিকা বেঁধে দিয়েছিল প্রশাসন। কিন্তু, পরিসংখ্যানের বিচারে সেই আশঙ্কার কোনও প্রভাব এখনও সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। আজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়ও দেশের দৈনিক সংক্রমিতের সংখ্যা ২০ হাজারের নীচে। দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৮২৩ জন। যা অবশ্য গত দিনের তুলনায় সামান্য বেশি। দৈনিক করোনামুক্ত মানুষের সংখ্যা ২২ হাজার ৮৪৪ জন। পজিটিভিটি রেট ১.১৯ শতাংশ। দেশে একদিনে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ২২৬ জন। মৃত্যু হার ১.৩৩ শতাংশ।

বর্তমানে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৪০ লক্ষ ১ হাজার ৭৪৩ জন। করোনা থেকে মুক্ত হয়েছেন মোট ৩ কোটি ৩৩ লক্ষ ৪২ হাজার ৯০১ জন। কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ৬৫৩ জন। যা গত কয়েক মাসের পরিসংখ্যানের বিচারে সর্বনিম্ন।

Advertisment

এখনও পর্যন্ত দেশে মোট করোনার টিকাকরণ হয়েছে ৯৬ কোটি ৪৩ লক্ষ মানুষের। এর মধ্যে মঙ্গলবার টিকা পেয়েছেন ৫০ লক্ষের বেশি মানুষ। নবরাত্রি শেষের আগেই ১০০ কোটি মানুষকে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্র।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Daily Corona cases Bengal Corona today Kolkata corona