Advertisment

হাজারমুখী করোনার দৈনিক সংক্রমণ! ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ৯৭৬, শীর্ষে কলকাতা

Bengal Covid Daily Update: একদিনে সুস্থ হয়েছেন ৮৩৭ জন, সুস্থতার হার ৯৮.৩০%। রাজ্যে এখন সক্রিয় সংক্রমণ ৭,৯৭৩

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 6,563 new cases 20 December 2021

দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমলেও কমছে না উদ্বেগ।

Bengal Covid Daily Update: গত দুই দিন করোনা সংক্রমণ নিম্নমুখী থেকেও ২৪ ঘণ্টায় ফের উদ্বেগ বাড়াল দৈনিক আক্রান্ত। একদিনে সংক্রমিত সাড়ে ৯০০ পেরিয়ে গেল। তবে গত ২৪ ঘণ্টায় একই থেকেছে মৃত্যুর সংখ্যা। জানা গিয়েছে, ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৯৭৬, মৃত ১৫। একদিনে সুস্থ হয়েছেন ৮৩৭ জন, সুস্থতার হার ৯৮.৩০%। রাজ্যে এখন সক্রিয় সংক্রমণ ৭,৯৭৩। ২৭ অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট সংক্রমিত ১৫,৮৯,০৪২, মোট মৃত ১৯, ০৯৬।

Advertisment

দৈনিক সংক্রমণের নিরিখে হাইজাম্প অব্যাহত কলকাতায়। তিলোত্তমায় একদিনে সংক্রমিত ২৭২ জন, তারপরেই পড়শি জেলা উত্তর ২৪ পরগনা। সংক্রমিত ১৫৯, দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৭৯, হাওড়ায় ৭৯ এবং হুগলিতে ৭৩।

এদিকে, ক্রমশ সুস্থ হচ্ছে দেশ? সংক্রমণের তৃতীয় ধাক্কা নিয়ে আতঙ্কের মাঝেও গত কয়েকদিনের পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে। সোমবারের পর মঙ্গলবারেও নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ৮ মাসে দেশে করোনার সর্বনিম্ন দৈনিক সংক্রমণ এদিনই। একদিনে করোনায় কাবু ১২ হাজারের কিছু বেশি। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশজুড়ে টিকাকরণ জোরদার গতিতে এগোচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিক অঞ্চল মিলিয়ে ১০৭ কোটি ২২ লক্ষেরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।

দেশের অধিকাংশ রাজ্যেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে দক্ষিণের রাজ্য কেরল এখনও উদ্বেগ বাড়িয়েই চলেছে কেন্দ্রের। প্রতিদিন নতুন করে হাজার-হাজার মানুষ কেরলে করোনা আক্রান্ত হচ্ছেন। বাড়ছে মৃত্যু। দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সবচেয়ে প্রথম তা নিয়ন্ত্রণে এনে গোটা দেশকে তাক লাগিয়ে দিয়েছিল কেরল।

Advertisment

ভারতে তো বটেই বিশ্বের অন্য দেশগুলির কাছেও করোনা জব্দে কেরলকে মডেল হিসেবে তুলে ধরা হয়েছিল। কিন্তু ওনাম ও ঈদ ভেস্তে দেয় সব কিছু। দুই উৎসবকে কেন্দ্র করে বিধি-নিষেধে ঢালাও ছাড়ে হু হু করে সংক্রমণ বেড়েছে কেরলে। যার রেশ এখনও অব্যাহত রয়েছে। কেরল ছাড়াও মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটকের সংক্রমণ পরিস্থিতিও এখনও উদ্বেগজনক।

সংক্রমণ পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসতেই একাধিক রাজ্যে চালু হয়েছে স্কুল, কলেজ। পশ্চিমবঙ্গেও আগামী ১৬ নভেম্বর থেকে খুলে যাচ্ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। তবে বাংলায় স্কুলে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালু থাকবে বলে জানানো হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Daily Corona cases Kolkata corona
Advertisment