Advertisment

গণেশ চতুর্থীর আবহে রাজ্যে একলাফে অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণ!

Bengal Covid Update: পরপর তিন দিন ৭০০-এর উপরে দৈনিক সংক্রমণ। একদিনে রাজ্যে সংক্রমিত ৭৫৩ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 6,563 new cases 20 December 2021

দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমলেও কমছে না উদ্বেগ।

Bengal Covid Update: চলতি সপ্তাহে অব্যাহত করোনার দৈনিক সংক্রমণের দৌড়। পরপর তিন দিন ৭০০-এর উপরে দৈনিক সংক্রমণ। একদিনে রাজ্যে সংক্রমিত ৭৫৩ জন। পাশাপাশি একধাক্কায় অনেকটা বেড়েছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের জেরে মৃত ১৪ জন। ১৫ অগাস্টের পর যে সংখ্যা সর্বাধিক। চলতি সপ্তাহের প্রথম তিন দিন সংক্রমণ ৭০০-এর নীচে থাকলেও, বুধবার থেকে সেই গ্রাফ ঊর্ধ্বমুখী। গণেশ চতুর্থীর আবহে এদিন সেই সংখ্যা সাড়ে ৭০০ ছাড়াল।

Advertisment

এদিকে, দৈনিক সংক্রমণে স্বাস্থ্য দফতরকে উদ্বেগে রেখেছে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১২৯ জন আর কলকাতায় ১২৭ জন।

এদিকে, দেশের করোনা পরিস্থিতি এবং টিকাকরণ সম্বন্ধে খোঁজ নিতে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী। চলতি সপ্তাহেই স্বাস্থ্য মন্ত্রক উৎসবের মরশুমে কোভিড বিধি মানার পরামর্শ দিয়েছে। দেশ থেকে এখনও দ্বিতীয় ঢেউ নির্মূল হয়নি। এমন সতর্কবার্তাও জানিয়েছে স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

এদিকে, করোনা টিকার প্রথম ডোজ ৯৬% মৃত্যু আটকে দিয়েছে আর দুটি ডোজ ৯৭% মৃত্যু আটকে দিয়েছে। বৃহস্পতিবার এই দাবি করেন আইসিএমআর ডিজি বলরাম ভার্গব। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেছেন, ’৯৬.৬% মৃত্যু আটকে দিয়েছে কোভিডের একটি ডোজ। আর দুটি ডোজ আটকে দিয়েছে ৯৭.৫% মৃত্যু।‘

বুধবার পর্যন্ত ৭৩ কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে দেশে। মঙ্গলবার ৭১ কোটির বেঞ্চমার্ক পার করেছে গণটিকাকরণ। এখনও পর্যন্ত ৫৮% প্রাপ্তবয়স্ক করোনার একটি ডোজ পেয়েছেন আর ১৮% পেয়ে গিয়েছেন দুটি ডোজ। সম্প্রতি এই দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রক। পাশাপাশি দেশ থেকে এখনও দ্বিতীয় ঢেউ নির্মূল হয়নি। তাই উৎসবের মরশুমে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মন্ত্রক।

পরিসংখ্যানে উল্লেখ, দেশের এখন ৩৫টি এমন জেলা রয়েছে যেখানে ১০%-এর বেশি সংক্রমণ আর ৩০টি এমন জেলা রয়েছে যেখানে ৫-১০%-এর মধ্যে সংক্রমণ। অপরদিকে, বুধবার বেশ খানিকটা বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। ৪৩ হাজারেরও বেশি মানুষ একদিনে করোনা আক্রান্ত হলেন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি আরও ৩৩৮। সব মিলিয়ে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Daily Cases Daily Update Bengal Corona
Advertisment