Advertisment

বাংলায় ২৩ হাজার পেরলো করোনার দৈনিক সংক্রমণ! বাড়লো মৃত্যু-পজিটিভিটি রেট

Bengal Covid Daily Update: একদিনে সুস্থ হয়েছেন ৮১৩৯ জন, সুস্থতার হার আরও কমে ৯১.১৭%। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় সংক্রমণ ১ লক্ষ ৩০ হাজারের উপরে।

author-image
IE Bangla Web Desk
New Update
corona daily cases updates in westbengal 19 february 2022

চলছে নমুনা পরীক্ষা। ছবি: শশী ঘোষ

Bengal Covid Daily Update: বাংলায় অব্যাহত করোনার দৈনিক সংক্রমণের দৌড়। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৩,৪৬৭, মৃত ২৬। একদিনে সুস্থ হয়েছেন ৮১৩৯ জন, সুস্থতার হার আরও কমে ৯১.১৭%। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় সংক্রমণ ১ লক্ষ ৩০ হাজারের উপরে। পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বেড়ে ৩২.১৩%।

Advertisment

দৈনিক সংক্রমণের নিরিখে সবাইকে পিছনে ফেলে শীর্ষে সেই কলকাতা। শহরে একদিনে সংক্রমিত ৬৭৬৮ জন, মৃত ৬। এরপরেই উত্তর ২৪ পরগনা (৪৭২৮), হুগলি (১,৩৩৫), দক্ষিণ ২৪ পরগনা (১৩৪৯), হাওড়া (১২৮৯)।

এদিকে, দাবানলের মতো ছড়াচ্ছে ভাইরাস। গতকালের চেয়ে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা আজ ২৭ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৪৭ হাজারেরও বেশি মানুষ দেশজুড়ে করোনা আক্রান্ত হলেন। মাত্রাছাড়া সংক্রমণে রাজ্যে-রাজ্যে থর হরি কম্প দশা। ঘোর উদ্বেগে কেন্দ্রীয় সরকার।

করোনার লাগামছাড়া সংক্রমণ দেশজুড়ে। গতকালের চেয়ে ৫২ হাজারেরও বেশি মানুষ নতুন করোনা আক্রান্ত হলেন আজ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। সংক্রমিতের এই পরিসংখ্যান গতকালের চেয়ে ২৭ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন: করোনা পর্যালোচনায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক, অর্থনীতি সচল রাখতে প্রধানমন্ত্রীর পরামর্শ

এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১১ লক্ষ ১৭ হাজার ৫৩১। করোনার দৈনিক পজিটিভিটি রেট বর্তমানে ১৩.১১ শতাংশ। দেসে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৮৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৮৪ হাজার ৮২৫ জন।

করোনার তৃতীয় ঢেউয়ে তোলপাড় দেশ। সুনামির মতো ছড়াচ্ছে সংক্রমণ। রাজ্যে-রাজ্যে সংক্রমণের বিদ্যুৎ গতি। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক-সহ একাধিক রাজ্যের সংক্রমণ পরিস্থিতি ঘোর উদ্বেগজনক। দেশের মধ্যে করোনা পজিটিভিটি রেটের নিরিখে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। কলকাতায় গত এক সপ্তাহে পজিটিভি রেট প্রায় ৬০ শতাংশ। এতেই উদ্বিগ্ন কেন্দ্র। এরই পাশাপাশি মহারাষ্ট্রেও চূড়ান্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে করোনা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে পড়তে থাকুন

Bengal Corona today Daily Corona Update Omicron Cases
Advertisment