Advertisment

রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ! বেড়েছে অ্যাক্টিভ কেস, দুইয়ের নীচে আক্রান্তের হার

Bengal Covid: ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১০ জন, সুস্থতার হার ৯৮.৩৩%।

author-image
IE Bangla Web Desk
New Update
corona india daily case report 9 december 2021

প্রতীকী ছবি

Bengal Covid Daily Update: সপ্তাহান্তের ছুটি শুরুর আগে সামান্য বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। একদিনে সংক্রমিত ৬২৮, মৃত ৯। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১০ জন, সুস্থতার হার ৯৮.৩৩%। রাজ্যে সক্রিয় সংক্রমণ সামান্য বেড়েছে। বাংলায় এখন অ্যাক্টিভ কেস ৭৫৭৪, সংক্রমণের হার দুইয়ের নিচেই (১.৬৪%)।

Advertisment

এদিকে, জেলাভিত্তিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা ২০১৬), উত্তর ২৪ পরগনা (১০৭), হুগলি (৪৬), হাওড়া (৩৫) এবং দক্ষিণ ২৪ পরগনা (৩৩)। এদিকে, ওমিক্রন আতঙ্কের মাঝে দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। যদিও করোনার দৈনিক সংক্রমণ গতকালের তুলনায় খানিকটা কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫০৩ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু ৬২৪ জনের।

করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে। ভারতেও থাবা বসিয়েছে ভাইরাসের এই নয়া প্রজাতি। তবে চিকিৎসার পর একে একে সুস্থও হচ্ছেন ওমিক্রন আক্রান্তরা। এরই মধ্যে আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে করোনায় মৃতের সংখ্যা বেশ খানিকটা বেড়ে যাওয়ায় নতুন করে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৬২৪।

অপরদিকে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। উদ্বেগ বাড়ছে ভারতেও। এবার গুজরাতে আরও ২ আক্রান্তের হদিশ মিলল। সব মিলিয়ে আজ পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫। নয়া প্রজাতির এই ভাইরাসের মোকাবিলায় রাজ্যে-রাজ্যে চূড়ান্ত সতর্কতা জারি। বিদেশ থেকে আসা যাত্রীদের নিয়ে বাড়তি সতর্কতা দেশের প্রতিটি বিমানবন্দরে।

করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। গুজরাতে এবার এক এনআরআই ব্যক্তির স্ত্রী ও শ্যালকও ওমিক্রন আক্রান্ত বলে জানা গিয়েছে। গত সপ্তাহে গুজরাতের জামনগরের ওই এনআরআই ব্যক্তি ওমিক্রন আক্রান্ত হন। বিদেশ থেকে ফেরার পর তাঁর শরীরে ওমিক্রনের সংক্রমণ মেলে। তাঁর থেকেই তাঁর স্ত্রী ও শ্যালক ওমিক্রন আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে গুজরাতে এখনও পর্যন্ত ওমিক্রন হানায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩। গোটা দেশে করোনার নয়া ভ্যারিয়েন্টে কাবু ২৫।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Active Cases Kolkata corona Daily Corona Update
Advertisment