Bengal Covid Daily Update: ফের বাড়ল রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ। কিন্তু কিছুটা কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ৭০৮ জন, মৃত ১৩। রাজ্যে মোট আক্রান্ত ১৫, ৬৭, ৫৭৩ জন, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত করোনার বলি ১৮, ৭৬৪। জানা গিয়েছে, একদিনে সুস্থ হয়েছেন ৬৯৩ জন, এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫.৪১, ২২৩ জন। রাজ্যে সক্রিয় সংক্রমণ ৭৫৮৬, সুস্থতার হার ৯৮.৩২%।
এদিকে, দৈনিক সংক্রমণের নিরিখে স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণবঙ্গ। শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা হাওড়া এবং হুগলি।
এদিকে, দৈনিক সংক্রমণের নিরিখে স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণবঙ্গ। শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা হাওড়া এবং হুগলি। অপরদিকে, ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর প্রথমবার দৈনিক সংক্রমণ ২০ হাজারের নীচে। প্রায় ২০১ দিন পর ভারতে সর্বনিম্ন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৮,৭৯৫ জন। মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২ লক্ষ ৯২ হাজার ২০৬।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দৈনিক মৃত্যুও অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৭ হাজার ৩৭৩। এখনও পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৫৮১ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৯ লক্ষ ৫৮ হাজার জন।
গোটা দেশেই করোনা সংক্রমণ নিম্নমুখী। ফলে সক্রিয় রোগীর সংখ্যা গত ৬ মাসে প্রথমবার ৩ লক্ষের নীচে নেমে এসেছে। যদিও গত ২৪ ঘণ্টায় কেরলে ১৫ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। কেরলের করোনা গ্রাফ দেশের মধ্যে এখনও উদ্বেগজনক জায়গায় রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন