Advertisment

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের ৭৫০ ছুঁইছুঁই! সংক্রমণ শীর্ষে কলকাতা

Bengal Covid Daily Update: গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭৪৬ জন, মৃত ১২।

author-image
IE Bangla Web Desk
New Update
corona india daily case report 9 december 2021

প্রতীকী ছবি

Bengal Covid Daily Update: রাজ্যে ফের দৈনিক সংক্রমণ ৭০০-র উপরে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭৪৬ জন, মৃত ১২। বাংলায় মোট সংক্রমিত ১৫,৬৪,১৩৯ আর মোট মৃত ১৮,৭০৩ জন। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫৪ জন। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন ১৫,৩৭, ৭৩২ জন। রাজ্যে এখনও পর্যন্ত সক্রিয় সংক্রমণ ৭৭০৪। সুস্থতার হার ৯৮.৩১%।

Advertisment

জানা গিয়েছে, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। তারপর উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হাওড়া-হুগলি। এদিকে, আবারও ৩০ হাজারের গণ্ডি ছাড়াল দেশের দৈনিক সংক্রমণ। করোনার তৃতীয় ধাক্কা নিয়ে আশঙ্কার আবহে প্রতিদিন ওঠানামা করছে সংক্রমণ-গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৩২ হাজার। নয়া আক্রান্তের সিংহভাগই কেরলের বাসিন্দা। একদিনে দক্ষিণের এই রাজ্যে ফের সংক্রমিত ১৯ হাজার ৬৭৫।

করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে একাধিক বিধি-নিষেধ জারি করেছে কেরল সরকার। সপ্তাহান্তে লকডাউন, নাইট কারফি জারি রয়েছে। গোটা রাজ্যে কোভিড প্রোটোকল মানার ব্যাপারে নিয়মিতভাবে চলছে প্রচারাভিযান। তা সত্ত্বেও সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় নাজেহাল দশা কেরল সরকারের। করোনা উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্রেও।

করোনা-উদ্বেগ জারি। ফের ৩০ হাজারের বেশি দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনায় কাবু ৩১ হাজার ৯২৩ জন, মৃত্যু ২৮২ জনের। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ১ হাজার ৬০৪। সক্রিয় করোনার রোগীর এই পরিসংখ্যান গত ১৮৭ দিনের মধ্যে সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩১ হাজার ৯৯০ জন। সব মিলিয়ে এখও পর্যন্ত ৩ কোটি ২৮ লক্ষ ১৫ হাজার ৭৩১ জন করোনামুক্ত হয়েছেন। বুধবার পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪৬ হাজার ৫০ জন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Daily Cases Kolkata corona Bengal Corona
Advertisment