Bengal Covid Update: নবান্নের উদ্বেগ বাড়িয়ে পরপর দুই দিন ব্যাপক হারে বাড়ল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ ৭০০ ছুঁইছুঁই। একদিনে সংক্রমিত ৬৯৫ জন, মৃত ১৩ জন। দৈনিক মৃত্যুর নিরিখে রাজ্যকে উদ্বেগে রেখেছে নদিয়া। সেই জেলায় গত ২৪ ঘণ্টায় মৃত ৫ জন। দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে কলকাতা, তারপরেই উত্তর ২৪ পরগনা। গত সপ্তাহের শেষ দিন ৬০০-এর নীচে নেমেছিল দৈনিক সংক্রমণ। কিন্তু উৎসবের মরশুমের আগে ফের সংক্রমণ বাড়ায় উদ্বেগ বাড়ল স্বাস্থ্য দফতরের।
এদিকে, উৎসবের মরশুমে করোনাবিধি উপেক্ষা করবেন না। প্রয়োজনে ঘরে থেকে উৎসব উদযাপন করুন। দেশবাসীকে এমন আবেদন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাদের বক্তব্য, ‘আগামি দিনে গণ জমায়েত একেবারেই নিষিদ্ধ হওয়া উচিত। কোনওভাবে জমায়েত ক্রতেই হলে টিকাকরণে জোর দিতে হবে।‘
এদিকে, করোনা ভাইরাসের সাম্প্রতিক প্রজাতি মিউ-এর সন্ধান পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার চরিত্র বুঝতে নজরদারি চালাচ্ছেন বিজ্ঞানীরা। চলতি বছর কলম্বিয়ায় প্রথম এই প্রজাতির সন্ধান মেলে। তারপর বিক্ষিপ্ত সংক্রমণের খবর মিলেছে। ডেল্টার মতো ব্যাপক প্রভাবের খবর মেলেনি। জানা গিয়েছে, ভ্যাকসিনের প্রতিরোধ ভাঙতে সম্ভব এই প্রজাতি। এমন সম্ভাবনা উসকে দিয়েছে হু।
একধাক্কায় বেশ খানিকটা বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। দেশে উৎসবের মরশুম শুরুর আগে সংক্রমণ বৃদ্ধির এই প্রবণতা উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন আরও ৪৭ হাজার ২৯ জন, একদিনে দেশে করোনার বলি আরও ৫০৯ জন।
অপরদিকে, সব মিলিয়ে বুধবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৮ লক্ষ ৫৭ হাজার ৯৩৭ জন। এদের মধ্যে ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন ৩ কোটি ২০ লক্ষ ২৮ হাজার ৮২৫ জন। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৯ হাজার ৫৮৩ জন। মারণ করোনা উদ্বেগ বাড়িয়েই চলেছে দক্ষিণের রাজ্য কেরলে। নতুন করে গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮০৩ জন, মৃত্যু হয়েছে ১৭৩ জনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন