Bengal Corona Update: রাজ্যব্যাপী বাড়ল করোনা সংক্রমণ। একদিনে সংক্রমিত ৬৮৩ জন, মৃত ১৩। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৬৮৭ জন। সুস্থতার হার ৯৮.৩১%। রাজ্যে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মৃত ১৮,৬৯১ জন আর মোট সংক্রমিত ১৫,৬৩,৩৯৩ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৭৭২৪ জন।
এদিকে, মঙ্গলবার কিছুটা স্বস্তি দিয়ে সাড়ে ৫০০-র নীচে নেমেছিল দৈনিক সংক্রমণ। কিন্তু এদিন ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ। পাশাপাশি গত দুই-তিন দিন গড়ে দুই সংখ্যার উপরে দৈনিক মৃত্যু। এই পরিসংখ্যান উৎসবের আগে বেশ উদ্বেগ বাড়াচ্ছে নবান্নের।
করোনায় মৃতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা অনুদান দেবে কেন্দ্রীয় বিপর্যয়য় মোকাবিলা সংস্থা। এমন সুপারিশ কেন্দ্রকে পাথিয়েছে ওই সংস্থা। বুধবার সুপ্রিম কোর্টকে এই তথ্য দিয়েছে মোদি সরকার। জানা গিয়েছে, রাজ্য বিপর্যয়য় মোকাবিলা তহবিলের মাধ্যমে এই অনুদান পাঠানো হবে। শংসাপত্রে একমাত্র কোভিডে মৃত্যুর উল্লেখ থাকলেই মৃতের পরিবার পাবে সেই টাকা।
করোনায় মৃতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা অনুদান দেবে কেন্দ্রীয় বিপর্যয়য় মোকাবিলা সংস্থা। এমন সুপারিশ কেন্দ্রকে পাথিয়েছে ওই সংস্থা। বুধবার সুপ্রিম কোর্টকে এই তথ্য দিয়েছে মোদি সরকার। জানা গিয়েছে, রাজ্য বিপর্যয়য় মোকাবিলা তহবিলের মাধ্যমে এই অনুদান পাঠানো হবে। মৃত্যু শংসাপত্রে একমাত্র কোভিডে মৃত্যুর উল্লেখ থাকলেই পরিবার পাবে সেই টাকা।
এদিকে, ভারতের অসন্তোষ ও হুঁশিয়ারির পর নড়েচড়ে বসল ব্রিটেন। অবশেষে বুধবার কোভিশিল্ডকে স্বীকৃতি দিল ব্রিটিশ সরকার। তবে দুটি ডোজ নেওয়া ভারতীয়দের অবশ্যই ব্রিটেনে গেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। ব্রিটিশ সরকার জানিয়েছে, কোভিশিল্ড নয়, টিকা নেওয়ার যে শংসাপত্র দেওয়া হচ্ছে সেটা নিয়ে আপত্তি রয়েছে।
ব্রিটিশ সরকার পরিবর্তিত গাইডলাইনে জানিয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি এবং সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিনকে মান্যতা দিয়েছে সরকার। তবে ব্রিটেনে আসতে গেলে যাত্রীকে টিকার দুটি ডোজ অন্তত ১৪ দিন আগে নিতে হবে। ভারত কোভিশিল্ডে স্বীকৃতি দেওয়া নিয়ে ব্রিটেনের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতেই এই পরিবর্তিত গাইডলাইন জারি করে ব্রিটেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন