Advertisment

রাজ্যে বাড়ল সুস্থতার হার! পাল্লা দিয়ে কমেছে সংক্রমণ হার এবং অ্যাক্টিভ কেস

Bengal Covid Daily Update: জেলাভিত্তিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে কলকাতা (১৩৭)।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 8,318 new COVID cases 27 November 2021

নিম্নমুখী দেশের দৈনিক সংক্রমণও।

Bengal Covid Daily Update: রাজ্যে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। তবে একই থাকল আক্রান্ত হয়ে মৃত্যু। ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫০৭, মৃত ৯। একদিনে সুস্থ হয়েছেন ৫১২ জন, সুস্থতার হার খানিকটা বেড়ে ৯৮.৩৩%। স্বস্তি দিয়ে সংক্রমণের হার নেমেছে দুইয়ের (১.৪৪%) নীচে। পাল্লা দিয়ে কমেছে অ্যাক্টিভ কেসও।

Advertisment

পাশাপাশি জেলাভিত্তিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে কলকাতা (১৩৭)। তারপর উত্তর ২৪ পরগনা (১২১), দক্ষিণ ২৪ পরগনা (৪১), হাওড়া (৪১) এবং হুগলি (৩৭)।  তবে দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতা শীর্ষে থাকলেও, একধাক্কায় অনেকটা কমেছে সংক্রমণ। একসময় যেখানে শহরে দৈনিক ২৫০-র উপর সংক্রমিত ছিল, এখন সেই সংখ্যা কমে দেড়শো-র নীচে।

এদিকে, ওমিক্রনের চোখরাঙানির মাঝেও দেশে বড়সড় করোনা-স্বস্তি। ৭ হাজারের নীচে নেমে গেল দৈনিক সংক্রমণ। সংক্রমণ কমার পাশাপাশি স্বস্তি অ্যাক্টিভ কেসেও। গত ৫৫৪ দিনের মধ্যে আজই সর্বনিম্ন করোনা সক্রিয় রোগীর সংখ্যা দেশে। একইসঙ্গে বেড়েছে করোনাজয়ীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪ জন করোনামুক্ত হয়েছেন।

করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্ক দেশজুড়ে। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে ওমিক্রণ আক্রান্তের হদিশ মিলেছে। করোনার নয়া প্রজাতির এই ভাইরাসের মোকাবিলায় রাজ্যে-রাজ্যে চূড়ান্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্যগুলিকে বিশেষ গাইডলাইনও পাঠানো হয়েছে। এছাড়াও একাধিক রাজ্য নিজেদের মতো করেও ওমিক্রন মোকাবিলায় একগুচ্ছ ব্যবস্থা নিচ্ছে।

এই আবহে এদিন বড়াসড় স্বস্তি স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যানে। তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮২২ জন। আক্রান্তের দৈনিক এই পরিসংখ্যান গত ৫৫৮ দিনের মধ্যে সর্বনিম্ন। একদিনে দেশে করোনার বলি আরও ২২০। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ৭৫৭ জন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Kolkata corona Active Corona Cases
Advertisment