Bengal Covid Daily Update: ২৪ ঘণ্টায় রাজ্যে সামান্য বাড়ল করোনা সংক্রমণ এবং মৃত্যু। একদিনের সংক্রমিত ৮০৩, মৃত ১২। কয়েকদিন ৮০০-র নীচে নেমেছিল দৈনিক কোভিড গ্রাফ। কিন্তু ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী গ্রাফ। একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ৮১১ জন, সুস্থতার হার সামান্য বেড়ে ৯৮.৩১%। রাজ্যে সক্রিয় সংক্রমণ ক্রমশ কমতির দিকে। ২৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে সক্রিয় আক্রান্ত ৭৮৯৪, সংক্রমণের হার ২.০৬%।
এদিকে, জেলাভিত্তিক সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে কলকাতা (২৪৭), তারপর উত্তর ২৪ পরগনা (১৪৫) এবং দক্ষিণ ২৪ পরগনা (৬২)। এরপরেই রয়েছে হাওড়া এবং হুগলী। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে উদ্বেগের কারণ দার্জিলিং (৪২), দক্ষিণ দিনাজপুর (১৭), মালদা (১৫)।
পাশাপাশি ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। বাড়ল মৃত্যুর সংখ্যাও। তবে স্বস্তির খবর কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। ৫৩৭ দিনের মধ্যে সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯,২৮৩ জন। যা মঙ্গলবারের তুলনায় অনেকটাই বেশি।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। যা মঙ্গলবারের তুলনায় প্রায় দ্বিগুণ। একদিনে সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৪৯ জন। গত বছর মার্চের পর যা রেকর্ডের সমান। দেশে বর্তমানে সক্রিয় রোগী ১ লক্ষ ১১ হাজার ৪৮১ জন। গত ৫৩৭ দিনের নিরিখে সর্বনিম্ন।
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৩ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার ৭৬৩ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৫৮৪ জনের। অপরদিকে, উৎসবের মরশুমে নমুনা পরীক্ষার হার কমেছিল। ধীরে ধীরে তা আবার বাড়তে শুরু করেছে। যার জেরে রাজ্যের দৈনিক আক্রান্তের হারও বাড়ল। গত কয়েকদিন বাংলায় দৈনিক করোনা সংক্রমণের হার ৬০০-র আশেপাশে ছিল। মঙ্গলবার তা বেশ কিছুটা বেড়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন