Bengal Daily Corona Cases: রাজ্যে একধাক্কায় অনেকটা কমল দৈনিক মৃত্যু এবং সংক্রমণ। ২৪ ঘন্টায় সংক্রমিত ৫১১, মৃত ১১। একদিনে সুস্থ হয়েছেন ৫৭১ জন, সুস্থতার হার ৯৮.৩২%। রাজ্যে সক্রিয় রোগী আরো কমে ৭৭৩৩ জন। আক্রান্তের হার ২.১১%।
করোনার নয়া ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’-কে আগেই উদ্বেগজনক তালিকায় রেখেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। এবার ভাইরাসের নতুন এই প্রজাতিকে সোমবার আরও বেশি ঝুঁকিবহুল বলে জানাল WHO। বিশ্বের সব দেশকেই করোনার এই নয়া ভ্যারিয়েন্টের মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে বলে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও আজ পর্যন্ত ওমিক্রনের হানায় মৃত্যুর খবর মেলেনি। ওমিক্রনের মোকাবিলায় টিকা কতটা কার্যকরী ভূমিকা নিতে পারে তা জানতে আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলেও মনে করছেন WHO-র বিজ্ঞানীরা।
ওমিক্রন নিয়ে সোমবার বড়সড় আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্যাপকভাবে পরিবর্তিত করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আন্তর্জাতিকস্তরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছে WHO। ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা অত্যন্ত বেশি বলে মনে করছেন WHO-র বিজ্ঞানীরাও। এমনকী এক্ষেত্রে বিন্দুমাত্র অসতর্কতার কড়া মাশুল গুণতে হতে পারে বলেও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত সপ্তাহেই ওমিক্রন নিয়ে প্রথম রিপোর্ট পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তে থাকুন