Advertisment

Premium: বিশ্বের দরবারের বঙ্গতনয়ার জয়জয়কার, প্রতিকূলতাকে হারিয়ে বিরাট সাফল্য 'জলকন্যা' সায়নীর

Sayani Das Swims Cook Strait: বিশ্বের দরবারে আবারও ভারতের জয়জয়কার। বিজয়ধ্বজা উড়ালেন বাংলার জলকন্যা সায়নী দাস। রটনেষ্ট, ক্যাটালিনা, ইংলিশ চ্যানেল ও মালোকাই চ্যানেল জয়ের ইতিহাস সৃষ্টিয় পর মঙ্গলবার সায়নী সপ্তসিন্ধুর আর এক সিন্ধু নিউজিল্যাণ্ডের কুক স্ট্রেইট চ্যানেল জয় করলেন। তারই ফলশ্রুতিতে বাংলার মেয়ে সায়নী আজ বিশ্ববন্দিতা। তাই তাঁর এই সাফল্যে খুশি গোটা বাংলা। একই ভাবে উল্লশিত সায়নীর বাবা-মা এবং শুভানুধ্যায়ীরা।

IE Bangla Web Desk এবং Subhamay Mandal
New Update
Sayani Das, Cook Strait

রটনেষ্ট, ক্যাটালিনা, ইংলিশ চ্যানেল ও মালোকাই চ্যানেল জয়ের ইতিহাস সৃষ্টিয় পর মঙ্গলবার সায়নী সপ্তসিন্ধুর আর এক সিন্ধু নিউজিল্যাণ্ডের কুক স্ট্রেইট চ্যানেল জয় করলেন।

Sayani Das Swims Cook Strait: বিশ্বের দরবারে আবারও ভারতের জয়জয়কার। বিজয়ধ্বজা উড়ালেন বাংলার জলকন্যা সায়নী দাস। রটনেষ্ট, ক্যাটালিনা, ইংলিশ চ্যানেল ও মালোকাই চ্যানেল জয়ের ইতিহাস সৃষ্টিয় পর মঙ্গলবার সায়নী সপ্তসিন্ধুর আর এক সিন্ধু নিউজিল্যাণ্ডের কুক স্ট্রেইট চ্যানেল জয় করলেন। তারই ফলশ্রুতিতে বাংলার মেয়ে সায়নী আজ বিশ্ববন্দিতা। তাই তাঁর এই সাফল্যে খুশি গোটা বাংলা। একই ভাবে উল্লশিত সায়নীর বাবা-মা এবং শুভানুধ্যায়ীরা।

Advertisment

এই বঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনা পৌর এলাকার বারুইপাড়ায় বাড়ি সায়নী দাসের। তাঁর বাবা রাধেশ্যাম দাস অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। মারুপালীদেবী সাধারণ গৃহবধূ। বাবা রাধেশ্যাম দাসের হাত ধরে সায়নীর সাঁতারে হাতেখড়ি হয়। তার পর থেকে কঠিন অনুশীলনের মধ্য দিয়ে সায়নী নিজেকে কার্যত জলকন্যা বানিয়ে ফেলেন। তার পর থেকে তিনি হাওয়ার গতিবেগ ,জলের স্রোত এবং দীর্ঘ সময় সাঁতার কেটে এগিয়ে চলার যোগ্য হিসাবে নিজেকে তৈরি করেন। সেই যোগ্যতাকে কাজে লাগিয়ে বঙ্গতনয়া সায়নী রটনেষ্ট ও ক্যাটলিনা চ্যানেল জয়ের পর ২০১৭ ইংলিশ চ্যানেল জয়ের করেন।

এরপর ২০২২ সালে তিনি মার্কিন মুলুকের মালোকাই চ্যানেল জয় করে ইতিহাস সৃষ্টি করেন। শুধু ভারত নয়, এশিয়া মহাদেশের মহিলা সাঁতারু হিসাবেও সায়নী প্রথম মালোকাই চ্যানেল জয়ের নজির সৃষ্টি করেন। আর মঙ্গলবার তিনি সপ্তসিন্ধুর আর এক সিন্ধু নিউজিল্যাণ্ডের কুক স্ট্রেইট চ্যানেল জয় করলেন। বাকি আর রয়েছে নর্থ চ্যানেল, সুগারু ও জিব্রাল্টার প্রণালী জয়। সেই জয় পেলেই তাঁর মাথায় উঠবে ওশেন সেভেন চ্যালেঞ্জের মুকুট।

আরও পড়ুন Ganges: গঙ্গার ঘাটে মিশমিশে কালো কিলবিল করছিল ওটা কী? কাঁপানো কাণ্ডে তুমুল আতঙ্ক!

রাধেশ্যাম দাস জানিয়েছেন, এদিন নিউজিল্যাণ্ডের সময় অনুযায়ী সকাল ৮ টা ২২ মিনিটে আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল। তারই মধ্যে কুক স্ট্রেইটের ১৩ ডিগ্রি তাপমাত্রার ঠান্ডা কনকনে জলে নামেন সায়নী। কুকপ্রণালীর ওয়েলিংটন থেকে শুরু হয় সায়নীর সাঁতার কাটা। প্রবল ঢেউ এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকায় সায়নী সোজাপথে এগিয়ে যেতে পারেন না। তাই অনেকটা পথ বেশি সাঁতরে অতিক্রম করে তবেই তিনি আরাপাওয়া পর্যন্ত পৌছানোর সাফল্য লাভ করেন।

এই জয়ের পথে সায়নীকে জেলিফিসের মত সামুদ্রিক প্রাণীর সঙ্গেও লড়াই চালাতে হয়। রাধেশ্যামবাবু বলেন, 'জেলিফিস আমার মেয়েকে
দমিয়ে রাখতে পারেনি। সব প্রতিকূলতাকে কাটিয়ে ১১ ঘন্টা ৫১ মিনিটে ২৯.৫ কিলোমিটার দুর্গম জলপথ অতিক্রম করে সায়নী কুক প্রণালী জয় করেছে। জয়ের পর সেখানেই ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা উড়িয়ে জয় সেলিব্রেট করে সায়নীন। ১০ এপ্রিল রাতে কলকাতা বিমানবন্দরে নামবেন সায়নী। সেখান থেকে সায়নী বাড়ি ফিরলে তাঁকে নিয়ে জয় সেলিব্রেট করার প্রস্তুতি এদিন থেকে শুরু করে দিয়েছেন কালনার ক্রীড়াপ্রেমীরা। তাঁদের কথাতেই জানা গেল, পশ্চিমবঙ্গ সরকার আগেই ’খেলশ্রী’ সম্মানে ভূষিত করেছে সায়নীকে। এছাড়াও “মাদার টেরিজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড“ সায়নী পেয়ে গিয়েছেন।

New Zealand West Bengal swimming Sayani Das Cook Strait
Advertisment