Advertisment

বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে চরম অস্বস্তি, দঃবঙ্গে মুষলধারে কবে থেকে? রইল আবহাওয়ার পূর্বাভাস

কয়েক পশলা বৃষ্টির পরই গরম, ঘামে নাজেহাল অবস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather forecast 27 july 2023

বৃষ্টিতে কলকাতার চেনা দৃশ্য।

বর্ষা ঢুকে গিয়েছে বাংলায়। উত্তরের জেলাগুলিতে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে পাহাড় লাগোয়া চার জেলায়। কিন্তু দক্ষিণবঙ্গেও এখনও বর্ষার সেই রূপ দেখা যায়নি। বৃষ্টি হলেও কখনও তা আস্তে, কখনও সামান্য জোরে। ফলে পশলা বৃষ্টিতে সাময়িক গরম কমলেও কয়েক ঘন্টার মধ্যেই পারদ চড়ছে চড়চড়িয়ে। আদ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল অবস্থা। দক্ষিণের জেলাগুলোতে কবে থেকে মুষলধারায় বৃষ্টি হবে?

Advertisment

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আগামী পাঁচদিন উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে মালদহ ও দুই দিনাজপুরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির তুলনায় কম বৃষ্টি হবে। ৮ই জুলাই (ওই দিনই হবে পঞ্চায়েত ভোট) উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। ১১ তারিখ (পঞ্চায়েত ভোটের গণনার দিন) আলিপুরদুয়ার ও কোচবিহারের একাধিক জায়গায় বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।'

সঞ্জীববাবুর কথায়, 'পঞ্চায়েত ভোট বা গণনার দিন দক্ষিণভঙ্গের ক্ষেত্রে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে কোথাউ কোথাউ বৃষ্টিপাত হতে পারে। তবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে। তা খুব বেশি আর বাড়বে না। কিন্তু এখনই রাজ্যের দক্ষিণের জেলাগুলোতে এখনই মুষলধারে বৃষ্টির সম্ভাবনা নেই।'

এই পরিস্থিতির জন্য শুরু থেকেই এ রাজ্যে বর্ষা প্রবেশের বিলম্বকেই দায়ী করছে হাওয়া অফিস। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে এবার বর্ষা ১০-১২ দিন দেরি করে আসায় বৃষ্টি সেভাবে হচ্ছে না।

weather update kolkata rain West Bengal Weather Forecast weather Weather Forecast
Advertisment