সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোয় আকাশের মুখ ভার। মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার নীচু অংশে জলও জমে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। কবে অবস্থার বদল হবে? এই প্রশ্নই যখন বড় হয়ে উঠছে তখন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টি চলবে। কখও কখনও ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
জেলাগুলোর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়াতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে গরমের অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গের পাঁচ জেলা মূলত কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবেই বুধবার দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে, বৃষ্টি হলেও বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি।
গত বুধ ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে ভারী বৃষ্টি হয়েছিল। তাতেই রাজ্যের বিভিন্ন জেলায় জল জমেছে। বেসামাল অবস্থা। জলের তলায় হাওড়ার উদয়নারাণয়পুর, হুগলির খানাকুল, পশ্চিম মেদিনীপুরের ঘাটল সহ বিস্তৃর্ণ অংশ। প্রায় ৫০ হাজার মানুষ বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। এর মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাসে আতঙ্ক বাড়ছে। আর কিছুক্ষণ পরেই প্লাবন দুর্গত জেলাগুলো আকাশ পথে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। কথা বলবেন দুর্গতদের সঙ্গে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন