/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/pic-today.jpg)
সূর্যের গনগনে তেজে চৈত্র শেষেই নাজেহাল দশা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
চৈত্র শেষে দারুণ দাপট গরমের। সূর্যের গনগনে তেজে নাভিশ্বাস ওঠার জোগাড়। আজ সপ্তাহের প্রথম দিন থেকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এরই পাশাপাশি তাপমাত্রা বাড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কয়েকটি জেলায় আজ থেকে আরও দিন পাঁচেক তাপমাত্রার এই বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে।
পয়লা বৈশাখের মাত্র দিন কয়েক আগেই রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিনেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাপপ্রবাহের জেরে নাজেহাল পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা শহরেও। শহর কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে আর মাত্র দিন কয়েকেই।
আরও পড়ুন- মরিয়া VHP-র প্রাণপাত, তবু বঙ্গ বিজেপি-র হাল সেই তিমিরেই
আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকবে। তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা বীরভূম, বাঁকু়ডা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে। এছাড়াও দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের তাপমাত্রাও বাড়তে পারে।
আরও পড়ুন- ‘আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়ে ধরা পড়েছে’, বিস্ফোরক শোভনদেবের আসল টার্গেট কারা?
উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। আগামী শনিবারের মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ বইতে পারে বলেও আশঙ্কা আবহাওয়াবিদদের। আগামী কয়েকদিনে রাজ্যের কোথাওই বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us