West Bengal Weather Update: দেশ থেকে বর্ষা বিদায় নিলেও বৃষ্টির ভ্রুকুটি যাচ্ছে না। মঙ্গলবার ১৫ অক্টোবর দক্ষিণ ভারত থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আপাতত এই বছরের মতো বিদায় নিয়েছে বর্ষা। তবে এবার উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ রয়েছে। নিম্নচাপের কারণে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।
১৫ অক্টোবর বিকেল নাগাদ, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। সেটি এখন চেন্নাই থেকে প্রায় ৪৯০ কিমি দূরে রয়েছে। পুদুচেরি থেকে নিম্নচাপটি ৫০০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান করছে। নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এটি সরতে সরতে এরপর উত্তর তামিলনাড়ু-দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে পুদুচেরি এবং নেলোরের মধ্যে দিয়ে। চেন্নাইয়ের কাছাকাছি নিম্নচাপটি পৌঁছবে ১৭ অক্টোবর ভোরে।
আজ, বুধবার এবং আগামিকাল বৃহস্পতিবার কোজাগরী লক্ষ্মীপুজো রয়েছে। বুধবার সন্ধে থেকে তিথি শুরু। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। দুদিনই ভারী বৃষ্টির আশঙ্কা নেই। কলকাতায় আংশিক মেলা আকাশ থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। অস্বস্তিকর পরিস্থিতিতে প্রচুর ঘাম হবে।
আরও পড়ুন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা, পুজো কার্নিভালে কেমন থাকবে কলকাতার ওয়েদার?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, দুই বর্ধমান, হুগলি এবং নদিয়া এই ৬ জলেয়া হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।