পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকেই দক্ষণবঙ্গে বৃষ্টি কমেছে। আবহাওয়ার পরিস্থিতিতে বড়সড় বদল না হলে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে। তবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়তে থাকায় দিনে অস্বস্তিকর গরম থাকবে। কমবে রাতের তাপমাত্রা। অন্যদিকে, উত্তরবঙ্গেও আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমবে।
একটানা কয়েকদিন বৃষ্টির পর অবশেষে স্বস্তি। বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমেছে। আপাতত নতুন করে বৃষ্টির সম্ভাবনাও বেশ কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের অনুভূতি মিলতে পারে। রাতের দিকে কলকাতা-সহ জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এর জেরে রাতের দিকে শীত-শীত অনুভব হতে পারে।
দক্ষিণবঙ্গে প্রাক শীতের মেজাজ থাকলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার বদলে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে। তবে স্বস্তির খবর এই যে, আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিহারের নিম্নচাপ শক্তি হারিয়েছে।
আরও পড়ুন- সেঞ্চুরি ছুঁইছুঁই ডিজেল, আরও মহার্ঘ্য পেট্রোল
তারই জরে বৃষ্টির প্রকোপ কমবে উত্তরবঙ্গে। গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের দার্জিলিং, জপাইগুড়ি, আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। বহু জায়গায় ধস নেমে বিপত্তি বাড়ে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বেড়াতে গিয়ে ঘোরতর সমস্যায় পড়তে হয়েছে পর্যটকদেরও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন