আপাতত দুর্যোগের পালা কাটলেও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি পিছু ছাড়ছে না এখনই, এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে গত কয়েকদিনের দুর্যোগ আপাতত ইতি টেনেছে দক্ষিণবঙ্গে, একথ অবশ্য বলা যায়। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও দিন দু'য়েক প্রকৃতিক দুর্যোগ চলবে বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায়-দফায় ঝড়-বৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকেই সরেছে দুর্যোগের সেই মেঘ। পরিস্কার আকাশে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আজ থেকে তাপমাত্রাও খানিকটা বাড়বে। তবে ফের এক দফায় পরিস্থিতির বদল হবে আগামী শনিবার। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার থেকে ফের এক দফায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন- ‘বাগান তো অনেক-বৃন্দাবন একটাই! তাই বলে কৃষ্ণের কি দোষ’, শ্বেতা প্রসঙ্গে মদন মিত্র
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী শনিবার পর্যন্ত পার্বত্য অঞ্চলের দুই জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, শহর কলকাতায় আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। আপাতত আজ বৃহস্পতিবার কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুধু আজই নয়, আগামিকালও তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবে শনিবার কলকাতায় ফের এক দফায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।